ই-পেপার বৃহস্পতিবার ২০ মার্চ ২০২৫
বৃহস্পতিবার ২০ মার্চ ২০২৫
ই-পেপার

বৃহস্পতিবার ২০ মার্চ ২০২৫

প্রবাসীর বাড়িতে হামলা, হত্যার হুমকি
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ১:০৩ পিএম আপডেট: ২০.০৩.২০২৫ ১:০৬ পিএম  (ভিজিট : ১৫৬৫)
রায়পুর থানা। ছবি: সংগৃহীত

রায়পুর থানা। ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আনু ছৈয়াল বাড়ির প্রবাসী কামাল হোসেনের পরিবারে হামলার অভিযোগ উঠেছে। একই বাড়ির মনির হোসেনের বিরুদ্ধে হামলার এই অভিযোগ। 

প্রবাসী কামালের স্ত্রী নাসিমা বেগম বলেন, গত সোমবার (১৭ মার্চ) বিকেলে মনিরের পরিবারের সবাই মিলে লাঠি, ইট পাটকেল নিয়ে আমার বাড়িতে হামলা চালায়। তাদের তাণ্ডবে আতঙ্কিত হয়ে সন্তানদের নিয়ে দরজা বন্ধ করে ঘরে বসে ছিলাম। দুই মেয়ে ও একটি ছোট ছেলে নিয়ে খুবই নিরাপত্তাহীনতার মধ্য দিয়ে জীবনযাপন করছি।’


তিনি বলেন, ‘কোনো কারণ ছাড়াই সামান্য বাকবিতণ্ডায় জড়িয়ে মনির হোসেন, তার স্ত্রী ও সন্তানরা আমার বাড়িতে হামলা চালায় এবং হত্যার হুমকি দেয়। আমার বড় মেয়ে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। আমার মেয়ে কলেজে আসা যাওয়ার পথে তার ছেলে উত্যক্ত করে। এতে আমার বর্তমান বসবাসস্থল সম্পূর্ণ অনিরাপদ। মনির হোসেন ও তার পরিবারের সন্ত্রাসী কার্যক্রমের বিচার চাই।’


নাসিমা বেগম আরও অভিযোগ করেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকারের সময়েও তার ছেলে ছাত্রলীগের এবং মনির হোসেন আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে বিভিন্নভাবে আমাদের ক্ষতি করে।’

এদিকে অভিযুক্ত মনির হোসেন বলেন, ‘তাদের ঘরের পাশেই আমার পুকুর। আমি পুকুরে মাছ চাষ করলে তারা হাঁস দিয়ে পুকুরের মাছ খাইয়ে ফেলে। তাই একবার আমি তাদের একটি হাঁস মেরে ফেলি। এই ঘটনায় আমার স্ত্রী কথা কাটাকাটির একপর্যায়ে তাদের বাড়ির উঠানে লাঠি নিয়ে যায়। সেখানে তাদের বাকবিতণ্ডা হয়।’

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, ‘আমরা উভয় পক্ষের লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।’ 




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close