প্রকাশ: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ১২:৩৫ পিএম (ভিজিট : ১২৬)

গার্মেন্টসের সামনে অবস্থান করা শ্রমিকদের একাংশ। ছবি: সময়ের আলো
গাজীপুর মহানগরীর কোনাবাড়ী জরুন এলাকায় আলীফ গ্রুপের তিনটি গার্মেন্টস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। গার্মেন্টস হলো- স্বাধীন গার্মেন্টস, স্বাধীন ডাইং ও স্বাধীন প্রিন্টিং।
বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে শ্রমিকরা বন্ধের নোটিশ দেখে মূল ফটকের সামনেই অবস্থান নিয়ে কর্মবিরতি শুরু করে।
কর্তৃপক্ষ একটি নোটিশে জানিয়েছে, স্বাধীন গার্মেন্টস, স্বাধীন ডাইং এবং স্বাধীন প্রিন্টিং (প্রা.) লি.-এ কর্মরত সব কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের উদ্দেশে জানানো যাচ্ছে যে, বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ১৩/১ ধারা অনুযায়ী বৃহস্পতিবার (২০ মার্চ) থেকে কারখানার সব কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো৷
শ্রমিকরা জানান, কয়েকদিন ধরেই বাৎসরিক ছুটির টাকা, ঈদ বোনাস ও চলতি মাসের অর্ধেক বেতনের দাবি জানিয়ে আসছেন তারা। কিন্তু কর্তৃপক্ষ কোনো সমাধান না দিয়ে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে। সামনে ঈদ, অন্য কারখানার শ্রমিকরা যখন কেনাকাটা নিয়ে ব্যস্ত তখন তারা টাকার জন্য দ্বারে দ্বারে ঘুরছেন।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, শ্রমিকরা কিছু দিন ধরেই তাদের পাওনাদির জন্য দাবি জানিয়ে আসছে। কর্তৃপক্ষ সমাধান না করে কারখানা বন্ধ ঘোষণা করে। এতে শ্রমিকরা আরও ক্ষুব্ধ হয়। তারা কারখানার মূল ফটক ও ভেতরে অবস্থান করছেন।