প্রকাশ: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ১২:১৮ পিএম (ভিজিট : ৬৩৪)

মরদেহ উদ্ধার করছে সরিষাবাড়ী থানা পুলিশ। ছবি: সময়ের আলো
জামালপুরের সরিষাবাড়ীতে হাত-পা বাঁধা ঝুলন্ত এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম রাসেল মিয়া, তিনি পৌরসভার আরাম নগর বাজার এলাকার বাসিন্দা।
আজ বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে আরামনগর চা-পট্টি এলাকায় হাফিজুরের চায়ের ঘরের ধর্নার সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত ব্যক্তি আরামনগর বাজারের আল মদিনা হোটেলের কর্মচারী ছিলেন। মোবাইলে জুয়া খেলার পাঁচ হাজার টাকা পাওনাকে কেন্দ্র করে রাসেলের বন্ধুরা তাকে হত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁদ মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ জামালপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। জড়িতদের দ্রুত গ্রেফতার করা হবে।