ই-পেপার বৃহস্পতিবার ২০ মার্চ ২০২৫
বৃহস্পতিবার ২০ মার্চ ২০২৫
ই-পেপার

বৃহস্পতিবার ২০ মার্চ ২০২৫

ইয়েমেনে বিমান হামলা যুক্তরাষ্ট্রের
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ১০:২৯ এএম আপডেট: ২০.০৩.২০২৫ ১২:৪২ পিএম  (ভিজিট : ৩২২)
ইয়েমেনের সানায় বিমান হামলার আগুন ও ধোঁয়া উড়ছে। ছবি: সংগৃহীত

ইয়েমেনের সানায় বিমান হামলার আগুন ও ধোঁয়া উড়ছে। ছবি: সংগৃহীত

ইয়েমেনে নতুন করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। টানা পাঁচদিনের মতো দেশটির একাধিক প্রদেশে হামলা চালাচ্ছে মার্কিন সামরিক বাহিনী। বুধবার (১৯ মার্চ) প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদন থেকে জানা গেছে, মঙ্গলবার (১৮ মার্চ) রাতভর ইয়েমেন জুড়ে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা করা হয়। হুতি নেতাদের ঘাঁটি লক্ষ্য করে এসব হামলা করা হয়েছে। 

রাজধানী সানা, হোদেইদা প্রদেশসহ রাতভর হুতি নিয়ন্ত্রিত এলাকাগুলো লক্ষ্য করে চলে বোমাবর্ষণ। মূল টার্গেট ছিল হুতি নেতাদের ঘাঁটি। অন্তত পাঁচ দফায় চলে বিমান হামলা।

হুতি বিদ্রোহীদের অস্ত্রাগার, ট্রেনিং ক্যাম্পসহ সামরিক ঘাঁটি থাকায় অঞ্চলগুলোকে গোষ্ঠীটির জন্য কৌশলগত গুরুত্বপূর্ণ ধরা হয়ে থাকে।

এর আগে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইয়েমেনে হুতি বিরোধী অভিযান শুরু করে ওয়াশিংটন। একদিনেই ১৭০ দফায় চালানো হয় বিমান হামলা। ইরান সমর্থিত গোষ্ঠীকে সম্পূর্ণরূপে নিঃশেষ করে দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প।




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close