ই-পেপার বৃহস্পতিবার ২০ মার্চ ২০২৫
বৃহস্পতিবার ২০ মার্চ ২০২৫
ই-পেপার

বৃহস্পতিবার ২০ মার্চ ২০২৫

সুন্দরগঞ্জে স্ত্রীর মরদেহ উদ্ধার, স্বামী আটক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ৯:৫৪ এএম  (ভিজিট : ১২৮)
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

গাইবান্ধার সুন্দরগঞ্জে আদূরী বেগম (২৪) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে।  এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আইয়ুব আলীকে (৩৮) আটক করেছে পুলিশ।
  
বুধবার (১৯ মার্চ) এ ঘটনা ঘটেছে। উপজেলার কাপাসিয়া ইউনিয়নের ভাটী কাপাসিয়া গ্রামের হামিজল হকের ছেলে আইয়ুব আলীর স্ত্রী আদূরী বেগম। 

বুধবার সন্ধ্যায় কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রে কর্তব্যরত উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন আদূরী বেগমের লাশ উদ্ধার পূর্বক সুরুতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠান। 

এরআগে বিকালে বসতবাড়ির গোসলখানার পাশে স্ত্রী আদূরী বেগমের মরদেহ পড়ে থাকতে দেখে স্বামী আইয়ুব আলীর চিৎকার শুনে স্থানীয়রা এসে থানায় খবর দেন। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

ইউপি চেয়ারম্যান মঞ্জু মিয়া বলেন, পুলিশ এসে আদূরী বেগমের মরদেহ ও তার স্বামী আইয়ুব আলীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে।

থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাকিম আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close