ই-পেপার বৃহস্পতিবার ২০ মার্চ ২০২৫
বৃহস্পতিবার ২০ মার্চ ২০২৫
ই-পেপার

বৃহস্পতিবার ২০ মার্চ ২০২৫

আসছে ‘জংলি’, পেছাল ‘পিনিক’
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ১:৪৪ এএম  (ভিজিট : ২২২)
 ‘জংলি’ সিনেমার প্রচারে লুঙ্গি পড়া বুবলি (বামে) এবং পিনিক চলচ্চিত্রের পোস্টার (ডানে)। কোলাজ: সময়ের আলো ডেস্ক

‘জংলি’ সিনেমার প্রচারে লুঙ্গি পড়া বুবলি (বামে) এবং পিনিক চলচ্চিত্রের পোস্টার (ডানে)। কোলাজ: সময়ের আলো ডেস্ক

আসছে পবিত্র ঈদুল ফিতরে চিত্রনায়িকা শবনম বুবলী অভিনীত দুটি সিনেমা মুক্তি পাবে বলে আলোচনায় ছিল। নায়িকা নিজেও তা জানিয়েছিলেন সিনেমা দুটি হলো ‘জংলি’ ও ‘পিনিক’। এর মধ্যে ‘জংলি’ প্রচারে সম্প্রতি লুঙ্গি পরে কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করে বুবলী লিখেছেন, ‘হেই গাইজ, লুঙ্গি পরে “জংলি” সিনেমা দেখতে গেলে কেমন হয়?’

ছবি পোস্ট করার পর থেকেই ব্যাপক সাড়া মিলেছে দর্শক-ভক্তদের কাছ থেকে। নানাজন নানা মন্তব্য করে তাদের মুগ্ধতা প্রকাশ করেছেন। এদিকে এই সিনেমা প্রসঙ্গে বুবলী বলেছেন, ‘আমি ভীষণ এক্সাইটেড। রাহিম ভাইয়ের সঙ্গেও আমার প্রথম কাজ। আমি নিশ্চিত, দর্শক দারুণ কিছু পেতে যাচ্ছে। পোস্টার ও টিজারে রহস্যের আভাস পেয়েছে সবাই, সেটিই জিইয়ে থাকুক। আত্মবিশ্বাস নিয়ে বলতে পারি, “জংলি” সিনেমা গল্প-প্রেজেন্টেশন একেবারেই অন্যরকম। দর্শক মুগ্ধ হবে।’

এম রাহিম পরিচালিত এই সিনেমায় সিয়াম ও বুবলী ছাড়াও অভিনয় করেছেন দীঘি, দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সোহেল খান।
এদিকে ‘জংলি’ সিনেমার প্রচারের মধ্যেই জানা গেল বুবলীর আরেক সিনেমা ‘পিনিক’ ঈদের মুক্তির তালিকা থেকে সরে গেছে। গত বছরের শেষ নাগাদ ‘পিনিক’ সিনেমাটির শুটিং শুরু হয়েছিল। কথা ছিল ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এটি। সে অনুযায়ী চলছিল প্রস্তুতি। 

কিন্তু হঠাৎই সিদ্ধান্ত পরিবর্তন করেছে ছবিটির কর্তৃপক্ষ। সিদ্ধান্ত অনুযায়ী ‘পিনিক’ ঈদে মুক্তি পাবে না। আর মুক্তির নতুন তারিখ এখনও নির্ধারিত হয়নি। ‘পিনিক’ ছবিতে বুবলী ও নায়ক আদর আজাদ ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেনÑআলী রাজ, ফজলুর রহমান বাবু, সমু চৌধুরী, আজাদ আবুল কালাম, শিমুল খান, মোমেনা চৌধুরী, নবাগত নায়িকা কেয়া আল জান্নাহসহ অনেকে।




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close