ই-পেপার বৃহস্পতিবার ২০ মার্চ ২০২৫
বৃহস্পতিবার ২০ মার্চ ২০২৫
ই-পেপার

বৃহস্পতিবার ২০ মার্চ ২০২৫

ইফতার মাহফিল ঘিরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ: ছাত্রদল নেতার মৃত্যু
প্রকাশ: বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ১১:৫৪ পিএম  (ভিজিট : ২৭৮)
নিহত ছাত্রদল নেতা কবির হোসেন। ছবি: সংগৃহীত

নিহত ছাত্রদল নেতা কবির হোসেন। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের এনায়েতপুর থানার সদিয়া চাঁদপুর চরে ইফতার মাহফিল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত সাবেক ছাত্রদল নেতা কবির হোসেনের (৪০) মৃত্যু হয়েছে।

নিহত কবির হোসেন উপজেলার সদিয়া চাঁদপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও চাঁদপুর গ্রামের ফজল হোসেনের ছেলে।

বুধবার (১৯ মার্চ) সন্ধ্যায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কবির।  

এর আগে, মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যায় সদিয়া চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ইফতার মাহফিলকে কেন্দ্র করে রাজশাহী বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আমিরুল ইসলাম খান আলীমের গ্রুপের সঙ্গে সাবেক এমপি মেজর অবসরপ্রাপ্ত মঞ্জুর কাদেরের পক্ষের নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। এতে আলীমের পক্ষের ৩জন ও মঞ্জুর কাদেরের পক্ষের ৫জন গুরুতর আহত হন। আহত এ পাঁচজনের একজন নিহত কবির হোসেন।

সাবেক এমপি মেজর (অবঃ) মঞ্জুর কাদের গ্রুপের নেতাকর্মীরা অভিযোগ করে জানান, ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের স্মরণে সদিয়া চাঁদপুর ইউনিয়ন বিএনপির ২, ৩ ও ৭ নম্বর ওয়ার্ডের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মঙ্গলবার বিকেলে স্থান নির্ধারণ করা হয় সদিয়া চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ। কিন্তু আলীম গ্রুপের থানা বিএনপির সদস্য সচিব মনজুর রহমান মঞ্জু শিকদার ও তার লোকজন চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) দিয়ে ফোন করিয়ে সরকারি প্রতিষ্ঠানে এ ধরনের আয়োজন না করার জন্য বারণ করেন। এজন্য এক কিলোমিটার দূরে করোনা বাজারে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

তারা জানান, সদিয়া চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে থাকা সামিয়ানা সরানোর জন্য মঙ্গলবার বেলা ৩টায় গেলে দেখা যায় সেখানে আলিম গ্রুপের থানা বিএনপির সদস্য সচিব মঞ্জু শিকদারের ইফতার মাহফিলের আয়োজন করেছে। তখন সামিয়ানা তুলতে গেলে কথা কাটাকাটির দিয়ে একপর্যায়ে মঞ্জু শিকদারের নির্দেশে তার ভাই থানা ছাত্রদলের আহবায়ক সোহাগ সিকদার, বিএনপি নেতা কালাম শিকদার সহ তাদের লোকজন আমাদের পক্ষের ৫জনকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে। পরে তাদের গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে সাবেক ছাত্রদল নেতা কবির হোসেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করলে বুধবার রাতে সে মারা যায়।

এ খবর ছড়িয়ে পড়লে এনায়েতপুরে বিক্ষোভ মিছিল বের করে দলীয় নেতাকর্মীরা। তখন তারা বিএনপি নেতা আলিম ও তার অনুসারীদের বিরুদ্ধে নানা স্লোগান দেয়। এ সময় এনায়েতপুর থানা যুবদলের সাবেক সভাপতি আতাউর রহমান আতা, বর্তমান থানা যুবদলের সদস্য সচিব সাইদুল ইসলাম রাজ ও সাবেক ছাত্রদল নেতা এমএ কাশেম, জেলা ছাত্রদলের সহ-সভাপতি ইউসুফ আলী শেখ, বক্তব্য রাখেন। তারা এ হত্যাকাণ্ডের জন্য আলিম গ্রুপের পক্ষকে দায়ি করে তাদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবি জানান।

তবে আলীম গ্রুপের পক্ষের এনায়েতপুর থানা বিএনপির সদস্য সচিব মনজুর রহমান মঞ্জু শিকদার জানান, এটা আমাদের বিরুদ্ধে পুরো ষড়যন্ত্র করছে অপরপক্ষ।

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন ইয়াজদানি জানান, মঙ্গলবার সন্ধায় দুপক্ষের মারামারির ঘটনায় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় একজন মারা গেছেন। নিহতের মরদেহ আনা হচ্ছে। পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে। কেজির মোড় এলাকায় বিএনপি নেতাকর্মীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

এ বিষয়ে জানতে বিএনপির রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আমিরুল ইসলাম খান আলিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি।




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close