প্রকাশ: বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ১০:৫২ পিএম আপডেট: ১৯.০৩.২০২৫ ১১:২৪ পিএম (ভিজিট : ১৩২)

প্রতীকী ছবি
রাজধানীর নিউমার্কেট এলাকায় ছুরিকাঘাতে মো. সানি (৩৮) নামে এক যুবক গুরুতর আহত হয়েছে।
বুধবার (১৯ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে নিউমার্কেট থানাধীন আইয়ুব আলী কলোনির সামনে ঘটনাটি ঘটে। আহত অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
আহত সানি নিজেই জানান, তিনি পরিবার নিয়ে আইয়ুব আলী কলোনিতে থাকেন এবং নিউমার্কেট বাজারে মাছের ব্যবসা করেন। নিউমার্কেট থানার কাঁচাবাজার ইউনিট বিএনপির সহ-সভাপতি তিনি।
তিনি আরও বলেন, রাতে কয়েকজন যুবক কলোনীর সামনে দিয়ে যাচ্ছিল। এসময় কোনো এক বাসার উপর থেকে একজনের গায়ে থুতু পরে। এ বিষয় নিয়ে তারা খুব উত্তেজিত হয়ে পরে। বিষয়টা মীমাংসার জন্য বাসার লোকজনকে ডাকা হয়। এ সময় আরও ৫-৭ জন যুবক এসে তর্ক শুরু করে। এক পর্যায়ে তার ডান পাজরে ধারালো ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায় তারা। তবে ধারণা করা হচ্ছে তারা ঢাকা কলেজ থেকে এসেছিল, তবে কাউকে চিনতে পারেনি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিউমার্কেট এলাকা থেকে ওই ব্যক্তিকে স্বজনরা আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। তার বাম পাজরে ছুরিকাঘাত রয়েছে। চিকিৎসকরা জানিয়েছে তার অবস্থা গুরুতর। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।