প্রকাশ: বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ১০:০৪ পিএম (ভিজিট : ২০৬)

সতীর্থদের সঙ্গে অনুশীলন করছেন হামজা। ছবি: সংগৃহীত
ফুটবলপ্রেমীর সংখ্যাই বাংলাদেশে বেশি। তবে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশিদের জন্য কোনো সুখবরই আনতে পারেনি বাংলাদেশ ফুটবল দল। ফুটবল খেলা নিয়ে একপ্রকার হতাশার মধ্যেই ডুবে ছিলেন দর্শকরা। তবে এবার বোধহয় স্বপ্নপূরণের পথে যাত্রা করছে বাংলাদেশ। ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে হামজা দেওয়ান চৌধুরি বাংলাদেশের জার্সিতে খেলতে যাচ্ছেন। এরই ধারবাহিকতায় প্রথমবার আজ দলের সঙ্গে কিংস অ্যারেনায় অনুশীলন করেছেন তিনি।
অনুশীলন দেখতে জনতার আগ্রহও ছিল আকাশছোঁয়া। বাংলাদেশের ফুটবলে দলের অনুশীলন দেখতে টিকিটের প্রচলন ছিল না এতদিন। এবার তবে টিকিট কেটেই দর্শকদের অনুশীলন দেখতে হয়েছে। দর্শকদের জন্য টিকিটের ব্যবস্থা করেছিল বাফুফে।
হামজার প্রথম অনুশীলন সেশন হওয়ায় গণমাধ্যমের আগ্রহও ছিল তুঙ্গে। যদিও পুরো অনুশীলন সময় মিডিয়াকে দেখতে দেননি হেড কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। মিডিয়া থাকাবস্থায় প্রথম মিনিট পনেরোতে শুধু সাধারণ রানিং ও বল পাসিং করতে দেখা গেছে। গত পরশু বাংলাদেশে আসার পর থেকে হামজা অত্যন্ত ব্যস্ত সময় কাটাচ্ছেন। আজ বল নিয়ে নেমে বেশ প্রাণবন্ত দেখা গেছে হামজাকে।
আগামীকাল সকাল ৯টায় কলকাতার উদ্দেশে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। কলকাতা থেকে আরেক ফ্লাইটে বিকেলে শিলং পৌঁছাবেন হামজা-জামালরা।