ই-পেপার বৃহস্পতিবার ২০ মার্চ ২০২৫
বৃহস্পতিবার ২০ মার্চ ২০২৫
ই-পেপার

বৃহস্পতিবার ২০ মার্চ ২০২৫

অভ্যুত্থানে আহত ৮ হাজারের চিকিৎসায় ২০ লাখ ইউরো দেবে ইইউ
প্রকাশ: বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ৮:২৫ পিএম  (ভিজিট : ৩৩৪)
জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন চলাকালীন সময়ে পুলিশের ছোড়া গুলিতে গুরুতর আহতদের কয়েকজন রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ছবি : সংগৃহীত

জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন চলাকালীন সময়ে পুলিশের ছোড়া গুলিতে গুরুতর আহতদের কয়েকজন রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ছবি : সংগৃহীত

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে আহত হওয়াদের মধ্যে ৮ হাজার জনের চিকিৎসায় ২০ লাখ ইউরোর আর্থিক অনুদান দিবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। 

এক প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এই সহায়তা দিবে ইউরোপের জোট। প্রকল্পটি আগামী ২০২৬ সালের আগস্টের মধ্যে বাস্তবায়িত হবে।

ইইউ বুধবার (১৯ মার্চ) এক বার্তায় জানিয়েছে, গত জুলাই-আগস্ট সময়ে ছাত্র-জনতার অভ্যুত্থানে আহত হওয়াদের মধ্যে ৮ হাজার জনকে সহায়তা দিতে একটি প্রকল্প চালু করেছে ইইউ। বুধবার চালু হওয়া প্রকল্পটি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির (বিডিআরসিএস) মাধ্যমে বাস্তবায়ন করা হবে। এতে সহায়তা করবে বাংলাদেশ সরকার। 

‘দ্য পাথওয়েজ টু হিলিং: এ সারভাইভার সেন্ট্রেড অ্যাপ্রোচ টু অ্যাড্রেস ভায়োলেন্স অ্যান্ড হিউম্যান রাইটস ভায়োলেশনস’ প্রকল্পে ২০ লাখ ইউরো বরাদ্দ দিয়েছে ইইউ। ২০২৬ সালের আগস্টের আগ পর্যন্ত প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।

জুলাই-আগস্টের সহিংসতায় যারা আহত হয়েছেন, তাদের শারীরিক, মানসিক উন্নতি ও সুস্থতার জন্য এই প্রকল্প নেওয়া হয়েছে। পাশাপাশি তাদের সামাজিক সংহতি জোরদার ও অর্থনৈতিক স্থিতিশীলতা আনতে এই অর্থ খরচ করা হবে। বাংলাদেশ সরকার ও ইউরোপীয় ইউনিয়ন যতদিন এই প্রয়োজনীয়তা অনুভব করবে, ততদিন এটা অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। এসব লক্ষ্য বাস্তবায়নে তাদের পুনর্বাসন ও চিকিৎসা সেবা দেওয়া হবে। এছাড়া যারা শারীরিক প্রতিবন্ধকতার মুখোমুখি হবেন, তাদেরকে সহায়ক উপকরণ সরবরাহ করা হবে। আক্রান্তদের ঔষধজাত পণ্য, অগ্রাধিকার ভিত্তিতে মানসিক স্বাস্থ্যসেবা ও কাউন্সেলিং নিশ্চিত করা হবে। এছাড়া উপার্জন খাতেও বৈচিত্র্য আনতে সহায়তা করা হবে বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের দূতাবাস। ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর ও রাজশাহী বিভাগে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close