ই-পেপার বৃহস্পতিবার ২০ মার্চ ২০২৫
বৃহস্পতিবার ২০ মার্চ ২০২৫
ই-পেপার

বৃহস্পতিবার ২০ মার্চ ২০২৫

আমরা যে নাগরিক তা ভুলে গিয়েছিলাম: শিক্ষা উপদেষ্টা
প্রকাশ: বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ৮:১৯ পিএম  (ভিজিট : ৯২)
আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সেমিনারে কথা বলেন শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার।

আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সেমিনারে কথা বলেন শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার।

আওয়ামী লীগ সরকারের সময়ে দেশে ‘ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছিল’ বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার। 

তিনি বলেন,  আমরা যে নাগরিক ছিলাম তা ভুলে গিয়েছিলাম। তখন (আওয়ামী লীগের সময়ে) কেবিনেট মন্ত্রীরা মন খুলে কথা বলতে পারত না। আমরা সবাই প্রজায় পরিণত হয়েছিলাম। সে পরিস্থিতি থেকে ছাত্রজনতার আন্দোলনের মাধ্যমে আমরা একটি নতুন সমাজ পেয়েছি।  

বুধবার (১৯ মার্চ)  আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সেমিনারে এসব কথা বলেন তিনি। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগ আয়োজনে ‘বাংলাদেশে মাদ্রাসা শিক্ষার অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ করণীয়’ সেমিনারটি অনুষ্ঠিত হয়। 

চব্বিশের জুলাই আন্দোলনের মধ্য দিয়ে সেই অবস্থা থেকে উত্তরণের কথা তুলে ধরে শিক্ষা উপদেষ্টা বলেন, আমাদের দায় ও দরদ থেকে এ দেশটাকে গড়ে তুলতে হবে। বর্তমান পরিপ্রেক্ষিতে আমাদের মনে রাখতে হবে, আমরা সুযোগ পেয়েছি নতুন চিন্তা করার, ন্যায়নিষ্ঠ সমাজ গড়ার, যে সমাজের প্রতিটি নাগরিক সমান।
ছাত্রছাত্রীদের চাহিদা অনুযায়ী মাদ্রাসা শিক্ষাকে ঢেলে সাজাতে রাষ্ট্র ও নাগরিক সমাজের ভূমিকা নিয়ে সেমিনারে আলোচনার কথা বলেন তিনি।

সেমিনারে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের, কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম বক্তৃতা করেন।


















https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close