ই-পেপার বৃহস্পতিবার ২০ মার্চ ২০২৫
বৃহস্পতিবার ২০ মার্চ ২০২৫
ই-পেপার

বৃহস্পতিবার ২০ মার্চ ২০২৫

‘হামজা এখানো একাদশে চূড়ান্ত নয়’
প্রকাশ: বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ২:৫১ পিএম আপডেট: ১৯.০৩.২০২৫ ৩:১২ পিএম  (ভিজিট : ২৭৭)
ছবি: সময়ের আলো

ছবি: সময়ের আলো

বাংলাদেশে পা রেখেই হামজা চৌধুরী ছুটে গিয়েছিলেন নিজের গ্রামের বাড়িতে। সেখানে হামজা ২৬ ঘণ্টা কাটানোর পর মঙ্গলবার রাতে ঢাকায় আসেন।

বুধবার (১৯ মার্চ) কোচ হাভিয়ের কাবরেরার সঙ্গে সংবাদ সম্মেলনে অংশ নেন শেফিল্ড ইউনাইটেডের এই খেলোয়াড়।

সাংবাদিকদের কোচ হ্যাভিয়ের কাবরেরা জানান, ভারতের বিপক্ষে তাকে প্রথম একাদশে রাখা হবে কিনা সে বিষয়ে নিশ্চয়তা দিতে পারছেন না তিনি।

সংবাদ সম্মেলনে কোচ বলেন, পাঁচটা ট্রেনিং সেশন এখনও বাকি। আমরা এখনও ফাইনাল লাইনআপ ঠিক করিনি। শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবো হামজার জন্য।

ফুটবল বিশ্লেষকরা বলছেন, দুইদিন হলো বাংলাদেশে আসছেন হামজা চৌধুরী। এর মধ্যে দেশে এসেই তিনি প্রথমে তার গ্রামে বাড়ি সিলেটে যান। সেখানে স্থানীয় হাজারো মানুষের সংবর্ধনা তিনি গ্রহণ করেন। এই ব্যস্ত সময়ের কারণে তিনি বাংলাদেশ টিমের সঙ্গে এখনো অনুশীলনে অংশ গ্রহণ করতে পারেনি। এমনকি দলের সদস্যদের সঙ্গেই দেখে আজ। তবে ভারত ম্যাচের আগে এখনও পাঁচটি সেশন অনুশীলন করবে লাল-সবুজের প্রতিনিধিরা।




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close