ই-পেপার বুধবার ১৯ মার্চ ২০২৫
বুধবার ১৯ মার্চ ২০২৫
ই-পেপার

বুধবার ১৯ মার্চ ২০২৫

রাজধানীতে নারী সাংবাদিককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
প্রকাশ: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ৯:৫৯ পিএম আপডেট: ১৮.০৩.২০২৫ ১১:৩২ পিএম  (ভিজিট : ১৫৭৫)
ছবি: সময়ের আলো

ছবি: সময়ের আলো

রাজধানীর পল্লবী বারনটেক এলাকায় (৫০) বছরের এক নারী সাংবাদিক সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। তিনি একটি পত্রিকার সাংবাদিক বলে জানা গেছে। 

মঙ্গলবার (১৮ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে শারীরিক পরীক্ষার জন্য ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।  

ভুক্তভোগী নারী বলেন, তার বাসা তুরাগ এলাকায়। তিনি একটি পত্রিকায় কাজ করেন। সোমবার রাতে মাটিকাটা এলাকায় একটি নির্মাণাধীন ভবনে অশ্লীল ভিডিও ধারণ করা হচ্ছে, এমন খবর পেয়ে ওই নারী রাজধানীর তুরাগ এলাকা থেকে রাত ১১টার দিকে সেখানে যান। তখন কয়েকজন লোক তাকে ধরে বারনটেকের গ্রিন সিটি এলাকার একটি নির্মাণাধীন ১২ তলা ভবনের তৃতীয় তলায় নিয়ে যান। এরপর ১৬ জন ব্যক্তি তাকে ঘেরাও করে ফেলেন। সোমবার রাত ১টা থেকে সকাল সাড়ে ৮টা পর্যন্ত ওই নারীকে ধর্ষণ করেন তারা। সেখানে তাকে ১৫ জন ধর্ষণ করেন। এবং কয়েকজন কয়েকবার করে ধর্ষণ করে তাকে। একজন তাকে ধর্ষণ করে নাই, তবে তাকে টর্চার করেছে। পরে আজ (মঙ্গলবার) দুপুরে পল্লবী থানায় নিজে বাদী হয়ে মামলা করেন।


পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, মঙ্গলবার দুপুরে এক নারী সাংবাদিক সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি তাৎক্ষণিক আমলে নিয়ে অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, ভুক্তভোগী ওই নারী অভিযোগ করেন, সোমবার রাতে পল্লবীর বারনটেক গ্রিন সিটি এলাকায় ওই নারীকে ১৬ জন ব্যক্তি ধরে নিয়ে যায়। পরে তাকে সংঘবদ্ধ ধর্ষণ করে। মঙ্গলবার দুপুরে ভুক্তভোগী ওই নারী থানায় এসে অভিযোগ দায়ের করেন। অভিযোগে ১৬ জনের মধ্যে আট জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও আটজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। 


গ্রেফতারকৃত দুজন হলো- হামিদুর রহমান ও এনামুল হক।

ওসি বলেন, ওই নারীর শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।


আরও সংবাদ   বিষয়:  রাজধানী   নারী সাংবাদিক   সংঘবদ্ধ ধর্ষণ   অভিযোগ   গ্রেপ্তার  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close