প্রকাশ: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ৭:৫২ পিএম (ভিজিট : ১১৭)

কমিউনিটি ক্লিনিকের মেঝে থেকে উদ্ধার করা সাপের ডিম। ছবি : সময়ের আলো
ঝালকাঠির রাজাপুর গ্রামের উত্তর পিংরি কমিউনিটি ক্লিনিকের মেঝে থেকে ৩৫টি সাপের ডিম উদ্ধার করা হয়েছে। ডিমগুলো বিষধর সাপের বলে নিশ্চিত করেছেন রাজাপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহ শুভ।
মঙ্গলবার (১৮ মার্চ) সকালে সংস্কারের জন্য ক্লিনিকের ফ্লোর খোঁড়া হলে বিষধর সাপের ৩৫টি ডিম উদ্ধার করা হয়। এ সময় সাপের ডিম দেখতে উৎসুক জনতা ভিড় জমান।
এলাকাবাসী ধারণা করছেন, মা সাপসহ আরও সাপ আশেপাশে রয়েছে। এতে ওই এলাকায় সাপ নিয়ে আতঙ্ক তৈরি হয়েছে।
সংস্কার কাজের শ্রমিকরা জানান, ফ্লোরের ইট বের করার পর একটি গর্তের মধ্যে বিষধর সাপের ৩০-৩৫টির মতো ডিম পাওয়া যায়। সেগুলো বের করে সামনে মাটির নিচে চাপা দিয়ে রাখা হয়।
উত্তর পিংড়ি কমিউনিটি ক্লিনিকের কর্মকর্তা (সিএইচসিপি) মুক্তা রানী দাস জানান, কমিউনিটি ক্লিনিকটির ফ্লোর ভাঙা থাকার কারণে দীর্ঘদিন ধরেই সাপের উপস্থিতি টের পেতেন তারা। মাঝেমধ্যে বিষধর সাপের গন্ধও পেতেন। এ কারণে তারা সাপের আতঙ্কে ছিলেন। ক্লিনিক সংস্কারের জন্য ফ্লোরের ভাঙা ইট সরালে ৩৫টির মতো সাপের ডিম দেখতে পান। কয়েকটি ডিম ভাঙার পর সেগুলোর মধ্য থেকে সাপের বাচ্চাও বেরিয়ে আসে।বর্তমানে ক্লিনিকের সামনের ফাঁকা জায়গায় ডিমগুলো মাটিচাপা দিয়ে রাখা হয়েছে।
রাজাপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহ শুভ জানান, ডিমের আকার ও ধরন দেখে বিষধর সাপেরই মনে হচ্ছে। তবে কোন প্রজাতির সাপ তা এখনও বুঝতে পারছি না।