প্রকাশ: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ৭:৫২ পিএম (ভিজিট : ৭৬)

মনোরগঞ্জের ছাত্রদল কর্মী নাহিদের জানাজায় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। ছবি : সময়ের আলো
বিএনপির লাকসাম জনসভায় যোগ দিতে এসে সড়ক দুর্ঘটনায় আহত ছাত্রদল কর্মী নাহিদের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রায় একমাস পর চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৭ মার্চ) দিবাগত রাতে রাজধানীর একটি হাসপাতালে তার মৃত্যু হয়।
জানা যায়, গত ২০ ফেব্রুয়ারি স্থানীয় বিএনপি কর্তৃক কুমিল্লার লাকসাম স্টেডিয়ামে আয়োজিত জনসভায় যোগ দিতে এসে সড়ক দুর্ঘটনার কবলে পড়েন মনোহরগঞ্জের ঐ ছাত্রদল কর্মী। তার বাড়ি মনোহরগঞ্জ উপজেলার হাসনাবাদ ইউপির নরপাইয়া গ্রামে। সে ঐ গ্রামের দিনমুজুর সোহেল এর ছেলে।
দীর্ঘ ২৭ দিন আইসিইউতে থাকার পর সোমবার দিবাগত রাতে রাজধানীর একটি হাসপাতালে তার মৃত্যু হয়। মঙ্গলবার (১৮ মার্চ) বাদ জোহর জানাজা শেষে তাকে নিজ বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাজায় উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইলিয়াছ পাটোয়ারী, হাসনাবাদ ইউপির সাবেক চেয়ারম্যান আবদুল মুনাফ, উপজেলা ছাত্রদল যুগ্ম আহবায়ক নাদিম মাহমুদ, সদস্য সচিব নুর মোহাম্মদ মেহেদী প্রমুখ।
এছাড়া শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম, বিএনপি কুমিল্লা বিভাগীয় সাবেক সাংগঠনিক সম্পাদক কর্ণেল (অবঃ) এম আনোয়ারুল আজিম, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সদ্য বিদায়ী আহবায়ক শাহ সুলতান খোকন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক সরোয়ার জাহান ভূঁইয়া দোলন।