প্রকাশ: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ৭:৩৭ পিএম আপডেট: ১৮.০৩.২০২৫ ৭:৪২ পিএম (ভিজিট : ২৩৫)

প্রতীকী ছবি
চাঁদপুরের শাহরাস্তির মনিপুর গ্রামে আলমগীর হোসেন (৩৫) নামে এক দিনমজুরকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে মা-মেয়ের বিরুদ্ধে। হত্যাকাণ্ডের ঘটনায় ওই মা-মেয়েকে গ্রেফতার করেছে পুলিশ। আটকরা হলেন, স্থানীয় আবুল হোসাইন মানিকের স্ত্রী খোদেজা বেগম পান্না (৫০) ও কন্যা মাহমুদা আক্তার সোনিয়া (২৭)।
সোমবার (১৭ মার্চ) দিনগত রাত ৮টার দিকে ওই গ্রামের সৌদি প্রবাসী আবুল হোসাইন মানিকের বাড়ির ছাদে নিয়ে আলমগীরকে গলাকেটে ও কুপিয়ে হত্যা করা হয়। পরে রাতে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
স্থানীয়রা জানান, মা ও মেয়ের সঙ্গে টাকা-পয়সা লেনদেন ও পরকীয়া ছিল নিহত আলমগীরের। মূলত এসব কারণে ক্ষুব্ধ হয়ে আলমগীরকে মা ও মেয়ে কুপিয়ে হত্যা করে থাকতে পারে।
মামলার এজাহার থেকে জানা যায়, নিহত আলমগীর হোসেন মাহমুদা আক্তার সোনিয়ার নিকট ষোল লক্ষ টাকা পাওনা ছিল। সোনিয়া বাদীর ভাই আলমগীর হোসেনকে পাওনা টাকা নেওয়ার জন্য সোমবার সন্ধ্যায় ফোন করে তাদের বাড়িতে যেতে বলেন। পরে রাতে তারাবির নামাজের সময় সোনিয়া ও সোনিয়ার মা খোদেজা বেগম পান্না মিলে ভবনের ছাদে তাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে।
এ বিষয়ে নিহত আলমগীরের ভাই মিজানুর রহমান বাদী হয়ে শাহরাস্তি থানায় হত্যা মামলা দায়ের করেছে।
শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসার জানান, আলমগীরকে হত্যার বিষয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদে মা খোদেজা বেগম ও মেয়ে মাহমুদা আক্তার সোনিয়া স্বীকারোক্তি দিয়েছে। আসামিদের কাছ থেকে ব্যবহৃত ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।