ই-পেপার মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫
মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫
ই-পেপার

মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫

জি কে শামীমের মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের নতুন তারিখ
প্রকাশ: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ৭:৩১ পিএম আপডেট: ১৮.০৩.২০২৫ ৭:৫৯ পিএম  (ভিজিট : ৬৫)
জি কে শামীম। ছবি: সংগৃহীত

জি কে শামীম। ছবি: সংগৃহীত

অবৈধ সম্পদ ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ঠিকাদার জি কে শামীম (গোলাম কিবরিয়া শামীম) ও তার মা আয়েশা আক্তারের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামী ২০ মার্চ দিন ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার (১৮ মার্চ) এ মামলায় আসামিদের সাফাই সাক্ষীর জন্য দিন ধার্য ছিল। এদিন ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক মো. রবিউল আলমের আদালতে মাসহ নিজের পক্ষে সাফাই সাক্ষী দেন জি কে শামীম। এরপর দুদকের প্রসিকিউটর মীর আহাম্মদ আলী সালাম তাদের জেরা করেন। জেরা শেষে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য ২০ মার্চ দিন ধার্য করেন আদালত। 


আদালতের বেঞ্চ সহকারী বেলাল হোসেন বলেন, দুই আসামির মধ্যে জি কে শামীম কারাগারে আছেন। তাকে আদালতে হাজির করা হয়। তার মা জামিনে আছেন, তবে তিনি অসুস্থ। তাকে অ্যাম্বুলেন্সে করে আদালতে হাজির করা হয়।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৯ সালের ২১ অক্টোবর জি কে শামীম ও তার মা আয়েশা আক্তারের বিরুদ্ধে ২৯৭ কোটি ৮ লাখ ৯৯ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১ এ সংস্থাটির উপ-পরিচালক মো. সালাহউদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। ২০২১ সালের ১৭ জানুয়ারি মো. সালাহউদ্দিন আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০২২ সালের ১৮ অক্টোবর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।


আরও সংবাদ   বিষয়:  জি কে শামীম   মামলা   দুদক   আদালত  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close