ই-পেপার বুধবার ১৯ মার্চ ২০২৫
বুধবার ১৯ মার্চ ২০২৫
ই-পেপার

বুধবার ১৯ মার্চ ২০২৫

নীরবতা পালনের পরে জানা গেল সেই ফুটবলার বেঁচে আছেন
প্রকাশ: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ৪:৫৪ পিএম আপডেট: ১৮.০৩.২০২৫ ৫:০৩ পিএম  (ভিজিট : ১৪৯)
আর্দা কারজালি ক্লাবের সাবেক ফুটবলার পেতকো গানচেভের স্মরণে নীরবতা পালন। ছবি: সংগৃহীত

আর্দা কারজালি ক্লাবের সাবেক ফুটবলার পেতকো গানচেভের স্মরণে নীরবতা পালন। ছবি: সংগৃহীত

ম্যাচ শুরু হবে, ঠিক সেই সময় আর্দা কারজালি ক্লাবে আসে শোক বার্তা। খবর আসে ক্লাবের সাবেক ফুটবলার পেতকো গানচেভ পৃথিবীর মায়া কাটিয়ে পাড়ি জমিয়েছেন পরপারে।

পেতকো গানচেভের সম্মানে লিগের ম্যাচ শুরুর আগে দুই দল সারিবদ্ধ দাঁড়িয়ে মাথা নিচু করে এক মিনিট নীরবতা পালন করে। কিন্তু খেলা চলার সময়ই আবারও খবর আসে, গানচেভ আসলে মারা যাননি!

বিব্রতকর এই ঘটনায় তোলপাড় পড়ে গেছে বুলগেরিয়ার শীর্ষ লিগে। গত রোববার আর্দা কারজালির সঙ্গে লেভস্কি সোফিয়ার ম্যাচের ঘটনা সেটি।


গানচেভের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে শুরু হয় ম্যাচটি। তবে খেলা চলার সময়ই কারজালি ক্লাবের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, তারা ভুল খবর পেয়েছিল।

আরও বলা হয়, আর্দার সাবেক খেলোয়াড় পেতকো গানচেভ ও তার স্বজনদের কাছে ক্লাব কর্তৃপক্ষ প্রবলভাবে ক্ষমা প্রার্থনা করছে যে, তার মৃত্যুর ভুল খবর পেয়েছিলাম আমরা। আশা করি, আরও অনেক বছর পেতকো সুস্থ থাকবে এবং আর্দার সাফল্য উপভোগ করবে।

ম্যাচটি ড্র হয় ১-১ গোলে। লিগের পয়েন্ট তালিকায় পাঁচ নম্বরে আছে আর্দা কারজালি।




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close