প্রকাশ: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ৩:১১ পিএম আপডেট: ১৮.০৩.২০২৫ ৩:২০ পিএম (ভিজিট : ১৯৩)

ছবি কোলাজ: সময়ের আলো
বিজয়ের সঙ্গে প্রেম ভেঙেছে তামান্নার। বিচ্ছেদ নিয়ে নিজেরা মুখ খোলেননি ঠিকই, কিন্তু বলিউড পাড়ায় তাদের ঘনিষ্ঠ জনেরাই সিলমোহর দিয়েছেন এই জল্পনায়। গুঞ্জন আছে তামান্না নাকি বিয়ের পরিকল্পনা করছিলেন। কিন্তু প্রস্তুত ছিলেন না বিজয়। তাই নাকি দুবছর প্রেমের সম্পর্কে ভাঙন! কিন্তু সত্যিই কি সব শেষ!
সম্প্রতি এক অনুষ্ঠানে তামান্নার পোশাক দেখে এমন প্রশ্ন তুলছেন তার ভক্ত-অনুরাগীরা। রোববার (১৬ মার্চ) রাতে রবিনা ট্যান্ডনের কন্যা রাশা থাডানির জন্মদিনের পার্টিতে যান তামান্না। অভিনেত্রীর পরনে ছিল কালো রঙের অফ শোল্ডার পোশাক। তার উপরে চাপিয়ে নিয়েছিলেন সাদা-কালো স্ট্রাইপের জ্যাকেট।
তামন্নার এই সাজ দেখেই তার অনুরাগীদের মনে পড়ে গিয়েছে বিজয়ের কথা। একই রকমের একটি জ্যাকেট পরতে দেখা গিয়েছিল বিজয়কেও। সেই জ্যাকেট পরে তামান্নার সঙ্গেই একটি ছবিও তুলেছিলেন অভিনেতা। তাহলে কি বিজয়ের জ্যাকেট পরেই জন্মদিনের অনুষ্ঠানে এসেছিলেন তামান্না?
তবে কী কারণে প্রাক্তন প্রেমিকের ব্যবহৃত পোশাক পরছেন তামান্না, সেই প্রসঙ্গে টু শব্দ করেননি অভিনেত্রী। যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট করে লিখেছেন, ‘চমৎকারের অপেক্ষায় না থেকে বরং চমৎকার করে দেখান।’
নতুন প্রজন্মের জনপ্রিয় জুটিগুলো মধ্যে অন্যতম তামান্না ভাটিয়া ও বিজয় ভার্মা । তামান্না ও বিজয়ের রসায়নে মুগ্ধ ছিলেন অনেকেই। তাদের বিচ্ছেদ এখনও মেনে নিতে পারছেন না অনুরাগীরা।
তারা মনে করছেন বিজয়ের স্মৃতি ভুলতে পারছেন না বলেই এই জ্যাকেট পরেছেন তামন্না। সম্পর্ক ভাঙলেও পরস্পরের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছেন তারা। এখনও সমাজমাধ্যমে পরস্পরকে অনুসরণও করছেন তারা। সম্প্রতি একটি হোলি পার্টিতে একত্রে দেখা গিয়েছে তাদের। তাহলে সম্পর্কে জোড়া লাগছে, নাকি সবটাই অনুমান।