প্রকাশ: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ১২:৫৯ পিএম (ভিজিট : ১৫৬)

ছবি: সময়ের আলো
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগের সাবেক নেতা শামীম মোল্লা হত্যাকাণ্ডে জড়িত সাত শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি, দুই সাবেক শিক্ষার্থীর সনদ ছয় মাসের জন্য সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
সোমবার (১৭ মার্চ) গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন- মোহাম্মদ রাজন মিয়া (সরকার ও রাজনীতি বিভাগ, সোহাগ মিয়া (কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ), হামিদুল্লাহ সালমান (ইংরেজি বিভাগ), আহসান লাবিব (বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ), আতিকুজ্জামান আতিক (ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ), মো. মাহমুদুল হাসান রায়হান (ইংরেজি বিভাগ) ও সাইফুল ইসলাম ভূঁইয়া (ফার্মেসি বিভাগ)।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাবেক দুই শিক্ষার্থীর সনদ ছয় মাসের জন্য স্থগিত করা হয়েছে। তারা হলেন- সরকার ও রাজনীতি বিভাগের ৪৫তম ব্যাচের শিক্ষার্থী রাজু আহমেদ ও অর্থনীতি বিভাগের ৩৩তম ব্যাচের শিক্ষার্থী আবু সাঈদ ভূঁইয়া।
সোমবার রাত ৩টায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা শেষে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান এসব তথ্য জানান।
এসময় উপাচার্য সময়ের আলোকে বলেন, "শামীম মোল্লার মৃত্যুর বিষয়ে তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায় যে, প্রাথমিক প্রক্টরিয়াল তদন্ত প্রতিবেদন অনুযায়ী প্রশাসনিক সভা থেকে অভিযুক্তদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হলেও, তাদের মাধ্যমে মৃত্যুর মতো কোনো কর্মকাণ্ড পরিচালিত হওয়ার সুস্পষ্ট প্রমাণ মেলেনি।"
তিনি আরও বলেন, "প্রাথমিকভাবে শামীম মোল্লার মৃত্যুর পর বিশ্ববিদ্যালয় প্রশাসন আশুলিয়া থানায় যে মামলা করেছিল, সেখানে শামীম মোল্লাকে আঘাত করার বিষয়টি উল্লেখ থাকলেও হত্যার উদ্দেশ্যে গুরুতর আঘাতের কথা উল্লেখ করা হয়নি। তবে উদ্বেগের বিষয় হলো, আশুলিয়া থানার এফআইআরের ক্ষেত্রে দণ্ডবিধির ৩০২ ধারা উল্লেখ করে পূর্বপরিকল্পিত হত্যার যে অভিযোগ আনা হয়েছে, তা তদন্ত কমিটির প্রতিবেদনের পর্যবেক্ষণ ও বক্তব্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।"
তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় শৃঙ্খলাসংক্রান্ত অধ্যাদেশের ধারা ৩-এর ২ (খ) অনুযায়ী সংশ্লিষ্ট শিক্ষার্থীদের ছয় মাসের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে। তবে, এ আদেশ আগের সাময়িক বহিষ্কার আদেশের সময় থেকে কার্যকর হবে।
প্রসঙ্গত: গত বছরের ১৮ সেপ্টেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং বিশ্ববিদ্যালয়ের ৩৯তম ব্যাচের ছাত্র শামীম আহমেদ একদল শিক্ষার্থীর মারধরের শিকার হয়ে মারা যান।