ই-পেপার মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫
মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫
ই-পেপার

মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫

লঞ্চের ধাক্কায় নৌকাডুবি, শিশু নিখোঁজ
প্রকাশ: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ১২:০৫ পিএম  (ভিজিট : ১৩৮)
নিখোঁজ শিশু উদ্ধারে কাজ করছে ডুবুরিদল। ছবি : সময়ের আলো

নিখোঁজ শিশু উদ্ধারে কাজ করছে ডুবুরিদল। ছবি : সময়ের আলো

ঝালকাঠিতে লঞ্চের ধাক্কায় জেলের নৌকা ডুবে রায়হান মল্লিক নামের ১০ বছরের এক শিশু নিখোঁজ হয়েছে।  মঙ্গলবার (১৮ মার্চ) জেলার নলছিটি উপজেলার গৌরিপাশা সংলগ্ন সুগন্ধা নদীতে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি ফায়ার সার্ভিস ষ্টেশন সাব অফিসার মফিজুর রহমান। নিখোঁজ রায়হান মল্লিক ওই এলাকার মো. আলী মল্লিকের ছেলে। এ ঘটনায় নলছিটি ফায়ার সার্ভিস ও বরিশাল সদরের একটি ডুবুরিদল উদ্ধার কার্যক্রম চালাচ্ছে। 

স্থানীয়রা জানায়, নলছিটির গৌড়িপাশা এলাকা সংলগ্ন সুগন্ধা নদীতে মঙ্গলবার সকাল ৬টায় মাছ ধরা নৌকার সঙ্গে ঢাকা থেকে বরগুনা গামী লঞ্চের ধাক্কায় নৌকাটি তখনই দিখন্ডিত হয়ে ডুবে যায়। দুর্ঘটনার পর থেকেই নৌকায় থাকা গৌড়িপাশা এলাকার মোহাম্মদ আলী মল্লিকের ১০ বছর বয়সী শিশু রায়হান মল্লিক নিখোঁজ রয়েছে।

সকাল ৬টার দিকে প্রতিবেশী বিপ্লব হাওলাদার নামের এক জেলের সঙ্গে মাছ ধরা দেখতে গিয়েছিল রায়হান মল্লিক।

জাল ফেলার পরে নদীতে অপেক্ষমান থাকা অবস্থায় ঢাকা থেকে বরগুনাগামী একটি লঞ্চ নৌকাটিকে ধাক্কা দেয়।লঞ্চের ধাক্কায় নৌকাটি সেখানেই ডুবে গেলে সেই জেলে বিপ্লব হাওলাদার সাতরে অন্য নৌকায় উঠতে পারলেও  রায়হান নদীতে নিখোঁজ হয়।

নিখোঁজ রায়হান মল্লিক স্থানীয় একটি মাদ্রাসা নুরানী মাদ্রাসায় লেখা পড়া করতেন বলে জানিয়েছেন পরিবার। সর্বশেষ সংবাদ পাওয়া পর্যন্ত নলছিটি ফায়ার সার্ভিস ও বরিশাল সদরের একটি ডুবুরি ইউনিট নিখোঁজের সন্ধানে কাজ করছে।




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close