ই-পেপার মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫
মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫
ই-পেপার

মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫

ডেমরায় বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
প্রকাশ: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ১১:২৯ এএম আপডেট: ১৮.০৩.২০২৫ ১১:৩০ এএম  (ভিজিট : ১০৭)
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রাজধানীর ডেমরায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক ওবায়দুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার ছেলে লাবিব রুতর আহত হয়েছে। 

মঙ্গলবার (১৮ মার্চ) সকাল সারে ৭টার দিকে ডেমরা মীরপাড়া সিএনজি পাম্পের সামনে ঘটনাটি ঘটে। মুমূর্ষ অবস্থায় পথচারীরা ওই ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ নিয়ে আসলে চিকিৎসক সকাল পৌনে ১০টার দিকে মৃত ঘোষণা করেন।
 
ওবাইদুল ইসলামের ভাই আতিকুল ইসলাম মুন্সি বলেন, তার ভাই পেশায় ব্যবসায়ী। তাদের বাসা যাত্রাবাড়ি দক্ষিন মাতুয়াইল মুন্সিবাড়ি এলাকায়। বাবার নাম আব্দুর রব মুন্সি। আহত ছেলে লাবিব মাতুইয়াল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ছাত্র। সে হাসপাতালে চিকিৎসাধীন আছে। তার অবন্থা আশংকাজনক।

পথচারী জীবন বলেন, সকালে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন ওই ব্যক্তি। এ সময় অসিম পরিবহনের একটি বাস সামনে থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে যায় দুজন। দেখতে পেয়ে তাদেরকে প্রথম একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ওবায়দুল নামের ওই ব্যক্তিকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে মারা যায়। ঘটনার পরপরই সেখানে থাকা সার্জেন্ট পুলিশ বাসটিকে জব্দ করে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মো. মাসুদ আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। মৃত ব্যক্তির ছেলে আহত অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি আছে।




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close