ই-পেপার মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫
মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫
ই-পেপার

মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫

ট্রাম্পের পরামর্শেই গাজায় ইসরায়েলি হামলা শুরু
প্রকাশ: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ৯:৪৭ এএম আপডেট: ১৮.০৩.২০২৫ ১:৫৩ পিএম  (ভিজিট : ২২৪)
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট। ছবি: সংগৃহীত

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট। ছবি: সংগৃহীত

গাজায় মঙ্গলবার (১৮ মার্চ) নতুন করে হামলা শুরুর আগে ইসরায়েল ট্রাম্পের সঙ্গে পরামর্শ করেছে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট।

হামলা শুরুর পরপর হোয়াইট হাউজের এ প্রেস সেক্রেটারি ফক্স নিউজ নেটওয়ার্কের কাছে এ কথা জানিয়েছেন বলে খবর দিয়েছে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা।

ফক্স নিউজকে লিভিট বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করেই বলেছেন যে হামাস, হুথি, ইরানসহ যারা শুধু ইসরায়েল নয়, বরং যুক্তরাষ্ট্রকে আতঙ্কিত করতে চায়; তাদের মূল্য দিতে হবে এবং তাদের ওপর ভয়াবহ হামলা হবে।

তিনি আরও বলেছেন, হুথি, হিজবুল্লাহ, হামাস, ইরান এবং ইরান-সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠীদের উচিত প্রেসিডেন্ট ট্রাম্পকে খুব গুরুত্ব সহকারে নেওয়া। কারণ তিনি (ট্রাম্প) আইন মেনে চলা মানুষের পক্ষে দাঁড়াতে এবং যুক্তরাষ্ট্র ও আমাদের মিত্র ইসরায়েলের পক্ষে দাঁড়াতে ভয় পান না।

মূলত যুদ্ধবিরতির অবসান ঘটিয়ে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডজুড়ে ফের ব্যাপক আকারে বিমান হামলা শুরু করেছে ইসরায়েল। ভয়াবহ এই হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে পৌঁছেছে কমপক্ষে ২০৫ জনে। নিহতদের মধ্যে শিশুরাও রয়েছে।

চলতি বছরের ১৯ জানুয়ারি হামাসের সাথে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে গাজায় এটিই ইসরায়েলের সবচেয়ে বড় হামলা।




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close