প্রকাশ: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ৯:১২ এএম (ভিজিট : ২২৪)

হলিউড তারকা টম ক্রুজ। ছবি : সংগৃহীত
তারকা থেকে শুরু করে অনেকের পছন্দ হলিউড তারকা টম ক্রুজ। কিন্তু তিনি কাকে পছন্দ করেন। শোনা যাচ্ছে বলিউড অভিনেতা আমির খানের মতো নতুন করে প্রেমে মজেছেন টম ক্রুজও।
‘ব্যালেরিনা’খ্যাত অভিনেত্রী আনা দে আরমাসের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন ‘টপ গান’ অভিনেতা। এমন গুঞ্জন হলিউডে বেশ জোরালো হয়েছে। কথায় আছে যা রটে তা তো কিছু ঘটে।
কারণ এমন আলোচনার মধ্যেও টম ক্রুজ কিংবা আনা দে আরমাস—দুজনের কেউই এই কথা কখনো উড়িয়ে দেওয়ার চেষ্টা করেননি! বরং লন্ডনে আবারও একসঙ্গে দেখা গেল তাঁদের, যা ভক্তদের জল্পনা আরও বাড়িয়ে দিয়েছে।
শুক্রবার (১৪ মার্চ) ইংল্যান্ডের রাজধানীতে ফ্রেমবন্দি হয়েছেন এই দুই তারকা। লন্ডন হেলিপোর্ট থেকে বের হওয়া সময় দুজনেই ক্যাজুয়াল পোশাকে ছিলেন। হাঁটার সময় খুব একটা কথা বলছিলেন না। চেহারা ছিল হাস্যোজ্জ্বল। স্পষ্ট আঁচ করা যাচ্ছিল যে, বেশ ভালো সময় কাটছে দুজনের।
লন্ডন হেলিপোর্টের সেই ছবি প্রকাশ্যে আসার পর ভক্তদের মাঝে জল্পনা-কল্পনার মাত্রা আবারও বেড়ে গেছে।
সূত্র: টিএমজেড