প্রকাশ: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ৮:৪১ এএম আপডেট: ১৮.০৩.২০২৫ ৮:৪২ এএম (ভিজিট : ২৩৫)

প্রতীকী ছবি
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে গত শুক্রবার। এদিন আগামী ২৪ মার্চের টিকিট বিক্রি করা হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার ২৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি হবে।
যাত্রীরা অনলাইনে টিকিট সংগ্রহ করতে পারবে। এবার ঈদযাত্রায় ঢাকা থেকে ছেড়ে যাওয়া ট্রেনের মোট আসন সংখ্যা ৩৫ হাজার ৯৩৫টি।
জানা গেছে, সকাল ৮টা থেকে টিকিটগুলো অনলাইনে বিক্রি শুরু হয়েছে। এ সময় পাওয়া যাচ্ছে রেলওয়েরর পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট। অন্যদিকে দুপুর ২টায় বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনগুলোর টিকিট।
বরাবরের মতো এবারও আন্তঃনগর ট্রেনের ৭ দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হবে। যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে। বিশেষ ব্যবস্থায় বিক্রি হওয়া কোনো টিকিট রিফান্ড করার সুযোগ থাকছে না।
বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের আগে আন্তঃনগর ট্রেনের ২৪ মার্চের টিকিট বিক্রি করা হয়েছে গতকাল ১৪ মার্চ। এছাড়া ২৬ মার্চের টিকিট বিক্রি করা হয়েছে ১৬ মার্চ; ২৭ মার্চের টিকিট বিক্রি করা হয়েছে ১৭ মার্চ; ২৮ মার্চের টিকিট বিক্রি করা হচ্ছে ১৮ মার্চ; ২৯ মার্চের টিকিট বিক্রি করা হবে ১৯ মার্চ এবং ৩০ মার্চের টিকিট বিক্রি করা হবে ২০ মার্চ।
চাঁদ দেখার উপর ভিত্তি করে ৩১ মার্চ, ১ ও ২ এপ্রিলের টিকিট বিক্রি করা হতে পারে। এছাড়া যাত্রী সাধারণের অনুরোধে ২৫ শতাংশ টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে। ঈদযাত্রার অগ্রিম টিকিট একজন যাত্রী সর্বোচ্চ একবার কিনতে পারবেন এবং এক্ষেত্রে ৪টি আসন সংগ্রহ করতে পারবেন।