ই-পেপার মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫
মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫
ই-পেপার

মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা আ.লীগ নেতার
প্রকাশ: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ৫:৪৩ এএম  (ভিজিট : ১৩৬)
 মিজানুর রহমান (এসি মিজান)। ছবি: সংগৃহীত

মিজানুর রহমান (এসি মিজান)। ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সকল ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন চাঁদপুর মতলব উত্তর উপজেলার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান (এসি মিজান)।

রোববার (১৬ মার্চ) ফেসবুক নিজের আইডিতে এই স্ট্যাটাস দেন তিনি।

মিজানুর রহমান মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ইউনিয়নের মৃত আব্দুর রব চৌধুরীর ছেলে। এলাকায় এসি মিজান নামে পরিচিত। খুলনা কলেজ ছাত্রলীগ থেকে রাজনীতি শুরু তার। পরবর্তীতে মতলব উত্তর উপজেলা যুবলীগের আহ্বায়ক ছিলেন। বর্তমান মতলব উত্তর উপজেলার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন। 

২০০৯ সালে উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী হিসেবে জয়লাভ করেন তিনি। একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন।


ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘প্রিয় ভাইয়েরা, আমি সিদ্ধান্ত নিয়েছি ভবিষ্যতে কোনো দলেরই রাজনীতি করবো না। কারণ আমার চরিত্রে দলীয় রাজনীতি মানায় না। আমি দলমত সকল সাধারণ জনগণের সাথে থাকতে স্বাছন্দ বোধ করি। বিগত ৩০ বছর মতলবের মানুষের পাশে থেকেছি। মহান আল্লাহ তায়ালা যতটুকু তৌফিক দিয়েছে ততটুকু করেছি। আমি মানুষের উপকার করতে ভালোবাসি। ৩০ বছরে একজন মানুষকে না বলতে পারি নাই যে, দল বা যে গ্রুপই হোক না কেন। আজ থেকে আমার পরিবার শান্তি পাবে। মহান আল্লাহর রহমতে জীবনে কখনও দল বিক্রি করতে হয় নাই। দোয়া করি তৃণমূলের কর্মীরা ভালো থাকুক। তবে দেশের এই ক্রান্তিলগ্নে আমার মনের কথাগুলো লিখে যাব। দেশকে ও দেশের মানুষকে ভালোবাসি। মহান আল্লাহ সকলকে হেফাজত করুন। আমিন।’

ওই পোস্টের কমেন্ট বক্সে  তিনি লেখেন, ‘আমি আগে যেমন ছিলাম তেমনই থাকবো। নিরীহ, নিরপরাধ ও বিপদগ্রস্তদের পাশে থাকবো ইনশাআল্লাহ। এতে দল করার দরকার নাই।’




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close