প্রকাশ: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ১:১৫ এএম (ভিজিট : ৯৪)

অভিযুক্ত বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। ছবি: সময়ের আলো
রাজশাহীর পুঠিয়ায় ১৫ মাস বয়সি শিশুকে যৌন হয়রানির অভিযোগে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৭ মার্চ) উপজেলার জিউপাড়া ইউনিয়নের মধুখালী গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত আব্দুর রশিদ (৫৫) একই গ্রামের মৃত সইমুদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানায়, দুপুর ১টায় অভিযুক্ত রশিদ শিশুটিকে তার বাড়িতে নিয়ে অশালীন কাজ করছিল। এ সময় স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে তার বাড়িতে ঢুকে শিশুকে উদ্ধার করে। রশিদকে আটকে রেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পুলিশ অভিযুক্ত রশিদকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করেছে। আইনগত প্রক্রিয়ায় পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।