ই-পেপার মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫
মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫
ই-পেপার

মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫

সরকারের ভেতরে থেকেই একটি অংশ নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে: নীরব
প্রকাশ: সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ১০:৪০ পিএম আপডেট: ১৭.০৩.২০২৫ ১০:৫৭ পিএম  (ভিজিট : ১২৭)
সরকারের ভিতরে থেকেই একটি অংশ নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে সোমবার ৩৬ নম্বর ওয়ার্ডের ইফতার বিতরণ অনুষ্ঠানে এমন মন্তব্য করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। ছবি: সময়ের আলো

সরকারের ভিতরে থেকেই একটি অংশ নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে সোমবার ৩৬ নম্বর ওয়ার্ডের ইফতার বিতরণ অনুষ্ঠানে এমন মন্তব্য করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। ছবি: সময়ের আলো

সরকারের ভেতরে থেকেই একটি অংশ নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। সোমবার (১৭ মার্চ) হাতিরঝিল থানা ঢাকা মহানগর উত্তর বিএনপির আওতাধীন ৩৬ নম্বর ওয়ার্ডের মিরবাগ ইউনিট আয়োজিত এক ইফতার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সাইফুল আলম নীরব বলেন, সংস্কারের নামে কেউ কেউ নির্বাচন বিলম্বিত করার অপচেষ্টা করছেন। সরকারের ভিতরে থেকেই একটি অংশ নির্বাচন পিছানোর ষড়যন্ত্র করছে। কারা করছেন তা আমরা জানি। এই চক্রটি নির্বাচন পিছিয়ে দিয়ে তৃতীয় পক্ষকে সুযোগ দেওয়ার চেষ্টা করছে। এ চেষ্টা সফল হলে দেশ আবারও পিছিয়ে যাবে, গণতন্ত্র পিছিয়ে পড়বে।

বিএনপির এই নেতা দল সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ মন্তব্য করে বলেন, বিএনপির পক্ষ থেকে আমরা এইটুকু বলতে পারি, আমরা সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা ৩১ দফা দাবি অনেক আগে দিয়েছি যখন এই সংস্কারের কথা কেউ বলেনি। সেই সংস্কারগুলোর সঙ্গে আজকের যে প্রস্তাব উঠে আসছে সেখানে খুব বেশি পার্থক্য দেখছি না।

নীরব বলেন, একদলীয় শাসনব্যবস্থা বিলুপ্ত করে জিয়াউর রহমানই দেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করে দেশে সংস্কার করেছিলেন। এটিই বড় সংস্কার। এদেশে সংস্কার করলে বিএনপিই করেছে। বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, করলে ১৪ সালের নির্বাচনে অংশ নিতো, আপোষের প্রস্তাব মেনে নিতো।


যুবদলের এই সভাপতি আরও বলেন, বিগত দিনে আন্দোলন সংগ্রামের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠান লড়াইয়ে বিএনপির একটি সুনাম অর্জিত হয়েছে। জনগণের সহমর্মিতা সমর্থন আমাদের উপর তৈরি হয়েছে। এখন দুঃখের সঙ্গে বলতে হবে সেটা অনেকখানি ক্ষতিগ্রস্ত হয়েছে। স্বৈরাচার শেখ হাসিনার রেখে যাওয়া মিডিয়ার কিন্তু কোনো পরিবর্তন হয়নি। ৫ আগস্টের পর এরা গর্তের মধ্যে ঢুকে ছিল, এখন মাথাচাড়া দিয়ে উঠেছে। এখন আমরা দেখতে পারছি সুপরিকল্পিতভাবে, সংবদ্ধভাবে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।

নেতাকর্মীদের উদ্দেশ্য করে নীরব বলেন, বিএনপি এখনও ক্ষমতায় যায় নাই। বিএনপিকে ক্ষমতায় নিতে হবে, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। গত ১৭ বছর আমরা অত্যাচার নির্যাতন সহ্য করেছি। আর কয়েকটা মাস কি সহ্য করতে পারবো না? বিএনপিকে ক্ষমতায় নেওয়ার জন্য আমাদের সংগ্রামটাকে সম্পূর্ণ করতে হবে।

অনুষ্ঠানে হাতিরঝিল থানা এবং ৩৬ নম্বর ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।


আরও সংবাদ   বিষয়:  বিএনপি   সাইফুল আলম নীরব   নির্বাচন   ইফতার বিতরণ  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close