ই-পেপার মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫
মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫
ই-পেপার

মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫

বিয়ে করলেন সমন্বয়ক তালাত রাফি
প্রকাশ: সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ১০:১৯ পিএম  (ভিজিট : ২৮৪)
সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি ও তার স্ত্রী জান্নাতুল ফেরদাউস। ছবি: সংগৃহীত

সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি ও তার স্ত্রী জান্নাতুল ফেরদাউস। ছবি: সংগৃহীত

বিয়ে করলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি। 

আজ সোমবার (১৭মার্চ) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন। 

ইফতারের ঘণ্টাখানেক পর দেওয়া পোস্টে রাফি লেখেন, আলহামদুলিল্লাহ। নতুন যাত্রায় আপনাদের দোয়া একান্ত কাম্য। 

পোস্টের নিচে স্ত্রীর সাথে যুগল ছবি জুড়ে দেওয়া হয়। তবে কোথায় বিয়ে হয়েছে তা উল্লেখ করা হয়নি পোস্টে। 

ফেসবুকসহ বিভিন্ন মাধয়মে ছড়িয়ে পড়া তথ্যে জানা যায়, স্ত্রীর নাম জান্নাতুল ফেরদাউস মিতু। তার বাড়ি বরিশালে। স্ত্রী পড়াশোনা করেন বরগুনা সরকারি মহিলা কলেজে।


গত বছর জুলাই-আগস্টে কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেন খান তালাত মাহমুদ রাফি। তার দাম্পত্য জীবনের নতুন অধ্যায় শুরুর খবর মুহূর্তেই ছড়িয়ে পড়ে বিভিন্ন মাধ্যমে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী বিয়ের পিঁড়িতে বসার পোস্টে কমেন্ট করেছেন অনেকে। রাত ৮টা পর্যন্ত ৫১ জন কমেন্ট করেন। শেয়ার করেন চারজন। কমেন্টে সবাই নতুন যুগল জীবনের জন্য শুভ কামনা করেছেন। 

বিয়ের খবর প্রকাশের পর বন্ধু, সহযোদ্ধা এবং অনুসারীরা তাকে শুভেচ্ছা জানাচ্ছেন। 

গত বছরের জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক রাফি শিক্ষার্থীদের কাছে বেশ আলোচিত। জুলাইয়ে শুরু থেকে শেষ পর্যন্ত শিক্ষার্থীদের নিয়ে তুমুল আন্দোলনে যুক্ত ছিলেন। আন্দোলন চলাকালে অনেকবার ঝুঁকির মুখে পড়েন তিনি। কিন্তু দমে যাননি। একটানা আন্দোলনে সক্রিয় ছিলেন। 

তালাত মাহমুদ রাফি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের (২০২২-২৩ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী। নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বাসিন্দা। তার দাদা তরিকুল ইসলাম ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা।




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close