প্রকাশ: সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ৯:৫৫ পিএম আপডেট: ১৭.০৩.২০২৫ ১০:০৫ পিএম (ভিজিট : ১৩৯)

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে আরও প্রস্তুতির মাধ্যমে একটি সুস্পষ্ট রোডম্যাপ নিয়ে এগিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ওয়াশিংটনের শুল্ক আরোপ পরিকল্পনার মধ্যে চলতি সপ্তাহে এক পডকাস্টে দেওয়া সাক্ষাতকারে মোদি এমন মন্তব্য করেছেন।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, আগামী এপ্রিল থেকে মার্কিন যুক্তরাষ্ট্র যে শুল্ক আরোপের হুমকি দিয়ে রেখেছে তার মধ্যে ভারতও রয়েছে। এর ফলে ভারতের অটোমোবাইল এবং কৃষিখাত হুমকির মুখে পড়তে পারে।
গত মাসে মোদি ও ট্রাম্পের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। এতে দুই দেশ তাদের শুল্কবিরোধ নিষ্পন্ন করতে এবং দ্বিপাক্ষিক বাণিজ্য ২০৩০ সালের মধ্যে ৫০ হাজার কোটি ডলারে নিতে এ বছরের মধ্যেই একটি চুক্তির প্রথমাংশ নিয়ে কাজ করতে সম্মত হয়েছিল।
মোদি ওই পডকাস্টে বলেন, এবার তাকে (ট্রাম্পকে) আগের তুলনায় অনেক বেশি প্রস্তুত মনে হচ্ছে। মার্কিন কম্পিউটার বিজ্ঞানী ও পডকাস্টার লেক্স ফ্রিডম্যানের সঙ্গে তার এ পডকাস্ট গত রোববার (১৫ মার্চ) প্রচারিত হয়।
তিন ঘণ্টার বেশি সময় ধরে চলা এ আলোচনায় ভারতের প্রধানমন্ত্রী কূটনীতি থেকে শুরু করে কৃত্রিম বুদ্ধিমত্তা, এমনকি তার ছেলেবেলা নিয়েও কথা বলেছেন। ফ্রিডম্যান এ আলোচনাকে তার জীবনের সবচেয়ে ‘প্রভাব বিস্তারকারী’ আলোচনা হিসেবে অভিহিত করেছেন।
অনুষ্ঠানে মোদি ট্রাম্পের শিষ্টাচার ও নম্রতার ভূয়সী প্রশংসা করেন, দুই নেতার মধ্যকার বন্ধন আরও শক্তিশালী করার ওপরও জোর দেন তিনি।
ট্রাম্পের প্রশংসা করে মোদি বলেন, তার কাজকর্মেই তার ‘আমেরিকা প্রথম’ নীতি প্রতিফলিত হচ্ছে, যেমনটা আমিও বিশ্বাস করি- দেশই প্রথম। ভারত প্রথম, আমি এর পক্ষে, যে কারণে আমরা একে অপরকে ভালো বুঝি।
ওই পডকাস্টে চীন ও পাকিস্তান নিয়েও কথা বলেন মোদি। রাশিয়ায় তার সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিং পিংয়ের বৈঠকের পর হিমালয় সীমান্তে সামরিক উত্তেজনা কমাতে গত বছর বেইজিং ও নয়াদিল্লি যে ঐতিহাসিক চুক্তি করে, তারপর দুই দেশের মধ্যে সম্পর্কে ব্যাপক উন্নতি হয়েছে।
পাকিস্তানের সঙ্গেও শান্তিপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠিত হবে বলে মোদি আশাবাদ ব্যক্ত করেন।