ই-পেপার মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫
মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫
ই-পেপার

মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫

আইনজীবী আলিফ হত্যা: দুই আসামিকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি
প্রকাশ: সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ৯:৪৬ পিএম আপডেট: ১৭.০৩.২০২৫ ৯:৪৮ পিএম  (ভিজিট : ৯১)
চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন, চট্টগ্রাম। ছবি : সময়ের আলো

চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন, চট্টগ্রাম। ছবি : সময়ের আলো

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় কারাগারে থাকা দুই আসামিকে জেলগেটে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশকে অনুমতি দিয়েছেন আদালত।

সোমবার (১৭ মার্চ) সকালে চট্টগ্রামের চতুর্থ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফার আদালত এ আদেশ দেন। তারা হলেন আলিফ হত্যা মামলার অন্যতম আসামি চন্দন দাশ ও রাজিব ভট্টাচার্য্য।

চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর রায়হানুল ওয়াজেদ চৌধুরী বলেন, চিন্ময়কাণ্ডে সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার তদন্ত কর্মকর্তা মাহফুজুর রহমান। তিনি আসামিদের জেলগেটে জিজ্ঞাসাবাদ করতে আদালতে আবেদন করেন। শুনানি শেষে আদালত জেলগেটে একদিন জিজ্ঞাসাবাদের জন্য পুলিশকে অনুমতি দেন। শুনানির সময় চন্দন ও রাজিবকে আদালতে হাজির করা হয়।

আদালত সূত্র জানায়, চন্দন দাশ আইনজীবী সাইফুল ইসলাম আলিফ খুনের মামলায় তার জবানবন্দিতে শিবা নামে একজনের নাম উল্লেখ করেছিলেন। আর রাজীব ভট্টাচার্য্য জবানবন্দিতে ওমবাই নামে আরেকজনের নাম জানান। শিবা ও ওমবাইয়ের বিস্তারিত তথ্য জানতে তাদের জিজ্ঞাসাবাদ করতে চায় তদন্ত কর্মকর্তা মাহফুজুর রহমান। এজন্য তিনি আদালতে আবেদন জানিয়েছেন। আবেদনের পরিপ্রেক্ষিতে দু’জনকে আদালতে হাজির করে শুনানি করা হয়। শুনানির পর আদালত অনুমতি দিয়েছেন।

প্রসঙ্গত, গত বছরের ২৫ নভেম্বর রাতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করে ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি)। পরদিন ২৬ নভেম্বর সকাল ১১টার দিকে তাকে চট্টগ্রাম আদালতে হাজির করা হয়। দুপুর সাড়ে ১২টার দিকে জামিন নামঞ্জুর করে তাকে আদালতে পাঠানোর নির্দেশ দেন আদালত। এরপর তাকে কারাগারে পাঠানোর জন্য প্রিজন ভ্যানে তোলা হলে তার অনুসারীরা মিছিল করে বাধা দেওয়ার চেষ্টা করেন। এ সময় পুরো আদালত অঙ্গনে ছড়িয়ে পড়ে সহিংসতা। ওই দিন বিকালে কোতোয়ালি থানার পেছনের সড়কে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে পিটিয়ে হত্যা করা হয়। এই হত্যা মামলার অন্যতম আসামি চন্দন দাশ ও রাজিব ভট্টাচার্য্য।




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close