ই-পেপার মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫
মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫
ই-পেপার

মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫

উড়ো চিঠিতে জানা গেলো যৌন নির্যাতনের তথ্য!
প্রকাশ: সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ৯:৪৩ পিএম  (ভিজিট : ১০৮)
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ভারতের উত্তরপ্রদেশে নারী শিক্ষার্থীদের ব্ল্যাকমেইল করে যৌন সম্পর্ক করতে বাধ্য করতেন রাজনীশ কুমার নামে এক কলেজ শিক্ষক। এমন অভিযোগ করে দেশটির বিভিন্ন সরকারি দফতর ও গণমাধ্যমের অফিসে বেনামে চিঠি পাঠানো হচ্ছে। অবশ্য চিঠির সত্যতা পেয়ে ওই শিক্ষককে বরখাস্তও করেছে কলেজ কর্তৃপক্ষ। 

উত্তরপ্রদেশ পুলিশের বরাত দিয়ে দেশটির গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, শিক্ষক রাজনীশ কুমার বর্তমানে পলাতক রয়েছেন। তার বিরুদ্ধে শিক্ষার্থীদের জোর করে ও ব্লাকমেইল করে যৌন নির্যাতনের যে অভিযোগ উঠেছে তার সত্যতা মিলেছে। বেনামি যে চিঠি পুলিশের কাছে এসেছে সেখানে নির্যাতনের কিছু ছবি ও ভিডিও রয়েছে।

ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যৌন নিপীড়নের ভয়ংকর কিছু ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষোভ প্রকাশ করে রাজনীশ কুমারের শাস্তি দাবি করেছেন স্থানীয়রা। 


বেনামি চিঠিতে ছিল, প্রায় ১০ মাস আগে একটি বেনামি চিঠি উত্তরপ্রদেশ পুলিশের হাতে আসে। সেখানে রাজনীশ কুমার নামে এক শিক্ষকের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ করা হয়। একই সাথে কিছু ছবি দেওয়া হয়। যেখানে দেখা যায় ওই শিক্ষক তার কলেজের শিক্ষার্থীদের নির্যাতন করছেন। চিঠিতে বলা হয়, শিক্ষার্থীদের ব্ল্যাকমেইল করে যৌন সম্পর্ক করতে বাধ্য করতেন রাজনীশ। এর বিনিময়ে পরীক্ষায় পাশ নম্বর ও চাকরির সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হতো।  

চিঠির শুরুতে লেখা ছিল, আমি আমার আসল নাম ব্যবহার করিনি, কারণ ওই নিষ্ঠুর অধ্যাপক আমাকে মেরে ফেলবে। কিন্তু আমি যে ছবি সংযুক্ত করেছি, সেগুলো কি তার অপরাধ প্রমাণ করার জন্য যথেষ্ট নয়?


বেনামি চিঠির সঙ্গে একটি পেনড্রাইভও দেয়া হয়। যেখানে ৫৯টি ভিডিও রয়েছে। সে ভিডিওগুলোতে ওই শিক্ষককে শিক্ষার্থীদের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখা গেছে। 

জানা গেছে, রাজনীশ কুমার গোপন ক্যামেরার মাধ্যমে ভিডিওগুলো রেকর্ড করতেন এবং পরে ব্ল্যাকমেইল করে ভুক্তভোগীদের আবারও যৌন সম্পর্ক করতে বাধ্য করতেন।




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close