ই-পেপার মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫
মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫
ই-পেপার

মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫

চুয়েট ছাত্রলীগের ১৯ নেতা বহিষ্কার
প্রকাশ: সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ৭:৪৮ পিএম আপডেট: ১৭.০৩.২০২৫ ৭:৫৮ পিএম  (ভিজিট : ১৮৩)
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ক্যাম্পাস থেকে প্রায় ১৯ জন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (১৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির ২৮১তম জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ক্যাম্পাসের শৃঙ্খলা কমিটির সদস্যসচিব ও ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক মো. মাহবুবুল আলম স্বাক্ষরিত পৃথক ২১টি বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

জানা যায়, ৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম এবং ক্যাম্পাসের আবাসিক হল থেকে স্থায়ীভাবে তাদের বহিষ্কার করা হয়েছে। এছাড়ও আরও ১২ জন শিক্ষার্থীকে সাময়িকভাবে আবাসিক হল থেকে বহিষ্কার করা হয়। তারা সবাই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চুয়েট শাখার সাবেক নেতা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বছরের জুলাই-আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে সময় এবং এর পরে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী এবং জনস্বার্থ বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম হতে ৪ জন শিক্ষার্থীকে দুই বছর এবং বাকি ৩ জনকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়। এই সাতজন শিক্ষার্থীকে ক্যাম্পাসের আবাসিক হল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।


দুই বছরের জন্য বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন- চুয়েট ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বিজয় হোসেন, সাবেক সহসভাপতি মো. ইমাম হোসেন, সাকেক সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক মো. তৌফিকুল রহমান।

এক বছরের জন্য বহিস্কৃত শিক্ষার্থীরা হলেন- সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক সৌমিক জয়, সাবেক সাংগঠনিক সম্পাদক আশিকুল ইসলাম এবং তাহসিন ইশতিয়াক। এছাড়াও আরও ১২ জন ছাত্রলীগের শিক্ষার্থীদের আবাসিক হল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

এ বিষয়ে চুয়েট ক্যাম্পাসের ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক ও শৃঙ্খলা কমিটির সদস্যসচিব মো. মাহবুবুল আলম জানান, বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের স্বার্থবিরোধী এবং ক্যাম্পাসে শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। এর পরিপ্রেক্ষিতে অভিযুক্ত শিক্ষার্থীদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তাদের বিরুদ্ধে ডিসিপ্লিন বোর্ড মিটিংয়ে এই সিদ্ধান্ত নেন প্রশাসন।


আরও সংবাদ   বিষয়:  চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়   চুয়েট   ছাত্রলীগ   বহিষ্কার   শৃঙ্খলা কমিটি  




এই ক্যাটেগরির আরো সংবাদ


https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close