ই-পেপার মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫
মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫
ই-পেপার

মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫

ঢাকা সফরে যুক্তরাষ্ট্রের সিনেটর চার্লস পিটার্স
প্রকাশ: সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ৭:৪৩ পিএম  (ভিজিট : ১১২)
যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক দলের সিনেটর গ্যারি চার্লস পিটার্স। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক দলের সিনেটর গ্যারি চার্লস পিটার্স। ছবি : সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক দলের সিনেটর গ্যারি চার্লস পিটার্স একদিনের সফরে সোমবার দিবাগত মধ্যরাতে ঢাকায় আসার কথা। দুই পক্ষের সম্পর্কে নিরাপত্তা ইস্যুতে তিনি এই সফর করছেন বলে জানা গেছে।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, ঢাকা সফরে যুক্তরাষ্ট্রের সিনেটর গ্যারি চার্লস পিটার্স অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া তিনি সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনীর প্রধানদের সঙ্গে সাক্ষাৎ করবেন। গ্যারি চার্লস পিটার্স যুক্তরাষ্ট্রের মিশিগান থেকে নির্বাচিত সিনেটর। তিনি একজন আইনজীবী এবং দেশটির সাবেক একজন সেনা কর্মকর্তা।

এর আগে, গত ৫ আগস্ট বাংলাদেশের পট পরিবর্তনের পর গত সেপ্টেম্বর মাসে যুক্তরাষ্ট্রের রাজস্ব ও অর্থ দপ্তরের আন্তর্জাতিক অর্থায়ন বিষয়ক সহকারী মন্ত্রী ব্রেন্ট নেইম্যান-এর নেতৃত্বে তিন সদস্যদের প্রতিনিধিদল ঢাকা সফর করেন। যুক্তরাষ্ট্রের ওই দলে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু-ও ছিলেন।




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close