ঢাবি প্রতিনিধি
জুলাই অভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১২৮ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ছাত্র-জনতার অভ্যুথান চলাকালীন ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত এরা বিভিন্ন হামলায় অংশগ্রহণ করেছে। বহিষ্কার হওয়া প্রত্যেকেই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।
সোমাবার (১৭ মার্চ) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারনী ফোরাম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের একজন সিন্ডিকেট সদস্য বিষয়টি সময়ের আলোকে নিশ্চিত করেছেন। সিন্ডিকেট সভায় সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ বলেন, ১২৮ জনকে সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. তাজমেরী এস ইসলামকে প্রধান করে একটি তদন্ত কমিটি করা হয়েছে। পরবর্তীতে তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে জড়িতদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে গত ৮ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সহিংসতার ঘটনায় একটি সত্যানুসন্ধান কমিটি গঠন করে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। ১৩ মার্চ এই সত্যানুসন্ধান কমিটির আহবায়ক ও আইন অনুষদের সহযোগী অধ্যাপক মাহফুজুল হক সুপণ উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানের হাতে এই সত্যানুসন্ধানের প্রতিবেদন পেশ করেন।
প্রতিবেদনের তথ্যমতে, ২০২৪ সালের ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিকল্পিতভাবে হামলা হয়েছে। ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত হামলাকারীদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের ১২২ সদস্যকে শনাক্ত করা গেছে। এছাড়াও অন্তত ৭০ জন শিক্ষক সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্নভাবে হামলাকে উস্কে দিয়েছেন।
সত্যানুসন্ধান কমিটির প্রতিবেদনের আলোকেই বহিষ্কারের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিন্ডিকেট সদস্যরা।