প্রকাশ: সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ৫:৪০ পিএম আপডেট: ১৭.০৩.২০২৫ ৯:৩৯ পিএম (ভিজিট : ১৪৮)

বগুড়ার আদালতে নুরুল ইসলাম নুরু। ছবি: সময়ের আলো
বগুড়ার কাহালুতে আশ্রায়ণ প্রকল্পে ৬ বছর বয়সী দুই শিশুকে ধর্ষণের ঘটনায় গ্রেফতারকৃত নুরুল ইসলাম নুরুর ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সোমবার (১৭ মার্চ) দুপুরে বগুড়া সিনিয়র চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ৩ এর বিচারক সুমাইয়া সিদ্দিকা এ রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে রোববার (১৬ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে কাহালুর পাইকড় এলাকা থেকে তাকে ডিবি ও কাহালু থানা পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার করা হয়।
গ্রেফতার নুরুল ইসলাম নুরু উপজেলার আড়োলা আবাসন প্রকল্পের বাসিন্দা এবং পেশায় দিনমজুর। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ ( ট্রাফিক ও মিডিয়া) সুপার সুমন রঞ্জন সরকার।
পুলিশের এই কর্মকর্তা জানান, গত বুধবার (১৩ মার্চ) শিশু দুইটি বাড়ির সামনে খেলাধুলা করছিল। এই সময় মুখোরচক খাবার দেওয়ার প্রলোভনে তাদের নিজ বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে নুর ইসলাম। পরদিন বৃহস্পতিবার (১৪ মার্চ) ধর্ষণের শিকার দুই শিশুর একজন জ্বরে আক্রান্ত ও আরেকজনের রক্তক্ষরণ শুরু হলে পরিবার বিষয়টি টের পেলে অভিযুক্ত নুর ইসলাম এলাকা ছেড়ে পালিয়ে যায়। শুক্রবার রাতে পুলিশ খবর পেয়ে ভুক্তভোগী দুই শিশুকে হেফাজতে নেয়। পরে ধর্ষণের ঘটনায় পরিবারের পক্ষ থেকে নুর ইসলামকে আসামি করে মামলা দায়ের করা হয়।
বগুড়া কোর্ট পরিদর্শক ইন্সপেক্টর মোসাদ্দেক হোসেন জানান, গ্রেফতার নুরুকে সোমবার দুপুর ১২টায় আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করলে বিচারক ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।