‘জিয়াউর রহমানের জন্ম না হলে গ্রাম্য চিকিৎসার জন্ম হত না’
প্রকাশ: সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ৩:৫১ পিএম আপডেট: ১৭.০৩.২০২৫ ৪:২৪ পিএম (ভিজিট : ২২৬)

ছবি: সময়ের আলো
বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রহমত আলী বলেন, জিয়াউর রহমানের জন্ম না হলে এদেশে গ্রাম্য চিকিৎসার জন্ম হত না।
সোমবার (১৭ মার্চ) দুপুরে গাজীপুরের কালিয়াকৈরে চন্দ্রা এলাকায় রফিক রাজু স্কুলের হল রুমে বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশনের গাজীপুর জেলা কমিটি গঠনে নিয়ে আলোচনা সভায় এসব কথা বলেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন এল এল বি রাসেল মিয়া। আলোচনা সভায় সঞ্চালনা করেন আমীর খান।
সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিস মো. আবুল কাশেম, উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক এস এম মাহবুব আলম।