ই-পেপার সোমবার ১৭ মার্চ ২০২৫
সোমবার ১৭ মার্চ ২০২৫
ই-পেপার

সোমবার ১৭ মার্চ ২০২৫

জব্দ সেই ৩৭ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা
প্রকাশ: সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ৩:৪৭ পিএম  (ভিজিট : ১২০)
ছবি: সময়ের আলো

ছবি: সময়ের আলো

নাটোরের সিংড়ায় একটি প্রাইভেটকার তল্লাশির সময় গাইবান্ধার এলজিইডি নির্বাহী প্রকৌশলী ছাবিউল ইসলামের গাড়ি থেকে জব্দ করা প্রায় ৩৭ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হয়েছে।

সোমবার (১৭ মার্চ) দুপুরে তদন্তকারী কর্মকর্তা জেলার সরকারি কোষাগারে (ট্রেজারি) জমা দেন।

এর আগে, রোববার বিকেলে সিংড়া আমলী আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সারোয়ার জাহান এই আদেশ দেন।

রোববার দুপুরে সিংড়া থানার উপ-পরিদর্শক তদন্তকারী কর্মকর্তা রাজু আহমেদ রাষ্ট্রীয় কোষাগারে জব্দ করা টাকা জমা দেওয়ার নির্দেশ চেয়ে আদালতে আবেদন করেন।

পুলিশ জানান, গত বৃহস্পতিবার দিনগত রাত ২টার দিকে সিংড়া উপজেলার চলনবিল গেট এলাকায় নাটোর-সিংড়া মহাসড়কে যৌথবাহিনী গাড়ি তল্লাশির সময় গাইবান্ধার এলজিইডি নির্বাহী প্রকৌশলী ছাবিউল ইসলামের গাড়ি থেকে ৩৬ লাখ ৯৪ হাজার ৩০০ টাকা জব্দ করে পুলিশ।

তিনি ওই টাকা তার জমি বিক্রির বলে দাবি করেন পুলিশের কাছে। তবে পুলিশের কাছে কোনো প্রমাণ দিতে পারেননি ওই কর্মকর্তা। এরপর শুক্রবার সন্ধ্যায় ওই নির্বাহী কর্মকর্তা মুচলেকা দিয়ে ছাড়া পান। তদন্তকারী কর্মকর্তা রোববার দুপুরে সিংড়া আমলী আদালতে জব্দ করা টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার অনুমতি চেয়ে আবেদন করেন। পরে আদালত টাকাগুলো ব্যাংক কর্মকর্তাদের মাধ্যমে যাচাই করে আজ সোমবার দুপুরে জেলার সরকারি কোষাগারে (ট্রেজারি) জমা দেন।

সিংড়া আমলী আদালতের জিআরও নুরে আলম জানান, আদালত তদন্তকারী কর্মকর্তার আবেদন মঞ্জুর করেছেন। তদন্তকারী কর্মকর্তা জব্দকৃত টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়েছেন। 

সিংড়া থানার ওসি মো. আসমাউল হক বলেন, তদন্তকারী কর্মকর্তা জব্দকৃত টাকা আজ জেলার সরকারি কোষাগারে (ট্রেজারি) জমা দিয়েছেন।




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close