রাজধানীতে ট্রাকের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু
প্রকাশ: সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ৩:০৯ পিএম আপডেট: ১৭.০৩.২০২৫ ৩:১০ পিএম (ভিজিট : ৮৩)

পুরোনো ছবি
রাজধানীর মিরপুরে ট্রাক ধাক্কায় হালিমা বেগম (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। সোমবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে পল্লবী মিরপুর-১১ নম্বর সেকশনের ৫ নম্বর রোডে ২৩ নম্বর বাসার সামনে দুর্ঘটনাটি ঘটে। পরে পৌনে ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহতের মেয়ে জুই আক্তার বলেন, তাদের বাড়ি পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার সুরনাকালকাপুর গ্রামে। বর্তমানে মিরপুর-১১ নম্বর সেকশন ২৩ নম্বর রোডের একটি বাসায় ভাড়া থাকেন। সকালে মিরপুরে পল্লবীতে ভাইয়ের বাসায় যাচ্ছিলেন মা। ৫ নম্বর রোডে রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয়। খবর পেয়ে তার মাকে দ্রুত প্রথমে পঙ্গু হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মো. মাসুদ আলম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনা তদন্তের জন্য পল্লবী থানায় অবগত করা হয়েছে।