ই-পেপার সোমবার ১৭ মার্চ ২০২৫
সোমবার ১৭ মার্চ ২০২৫
ই-পেপার

সোমবার ১৭ মার্চ ২০২৫

‘যুদ্ধবিরতি না মানলে রাশিয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা’
প্রকাশ: সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ১:২৩ পিএম  (ভিজিট : ১৬৪)
রিপাবলিকান সেনেটর লিন্ডসে গ্রাহাম। ছবি: সংগৃহীত

রিপাবলিকান সেনেটর লিন্ডসে গ্রাহাম। ছবি: সংগৃহীত

ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের দেয়া শান্তি প্রস্তাব মেনে না নিলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর চাপ প্রয়োগ করা হবে বলে জানিয়েছেন রিপাবলিকান সেনেটর লিন্ডসে গ্রাহাম। সাউথ কারোলাইনা থেকে নির্বাচিত এ কংগ্রেসম্যান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেয়া যুদ্ধ বন্ধের উদ্যোগ সফল হবে বলে মনে করেন।

সিবিএস নিউজে দেয়া রোববারের (১৬ মার্চ) এক সাক্ষাৎকারে উইটকফ জানান, রুশ প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে শান্তি আলোচনায় রাশিয়ার ইতিবাচক মনোভাব দেখেছেন তারা।

মস্কোতে সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ট্রাম্প প্রশাসনের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফের মধ্যে বৈঠকের পর ক্রেমলিন বলেছে, তারা শান্তি প্রক্রিয়ার বিষয়ে আলাপ করেছে। 

রাশিয়া জানিয়েছে, তারাও যুদ্ধ বন্ধের বিষয়ে যুক্তরাষ্ট্রের মতো আশাবাদী, তবে সেটি অবশ্যই সতর্কভাবে।

অন্যদিকে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইউক্রেইনে যুদ্ধবিরতি নিয়ে সাম্প্রতিক বৈঠক আলোচনা ভালো এবং ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। 

সেনেটর লিন্ডসে গ্রাহাম ওই অনুষ্ঠানে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প একমাত্র ব্যক্তি, যিনি যুদ্ধ বন্ধের উদ্যোগ সফল করতে সক্ষম হবেন। যুদ্ধবিরতির প্রস্তাব না মানলে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর চাপ প্রয়োগ করা হবে।

রাশিয়ার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা বাড়ানোর প্রস্তাব এনে তার উত্থাপিত বিল এরই মধ্যে সেনেটে বিপুল সমর্থনে পাস হয়েছে জানিয়ে লিন্ডসে গ্রাহাম বলেন, পুতিন প্রস্তাব না মেনে নিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এ সময় রুশ প্রেসিডেন্টকে শিকারী হিসেবে মন্তব্য করে এই রিপাবলিকান সেনেটর জানান, খুব সহজেই পুতিন ট্রাম্পের প্রস্তাব মেনে নেবেন বলে তার মনে হয় না।

যুদ্ধবিরতির প্রস্তাব কার্যকরের বিষয়ে এখনো অনেক অমীমাংসিত বিষয় রয়ে গেছে। ইউক্রেইনের অনেক এলাকা যেমন রাশিয়ার দখলে রয়েছে, তেমনি রাশিয়ার কিছু এলাকা ইউক্রেইনের সেনারা দখল করে রেখেছে। ফলে যুদ্ধবিরতি নিয়ে এখনো পুরোপুরি আশাবাদী হতে পারছেন না বিশ্লেষকরা।

তবে লিন্ডসে গ্রাহাম মনে করেন, প্রেসিডেন্ট ট্রাম্প একমাত্র ব্যক্তি যিনি এই যুদ্ধ বন্ধে সফল হবেন।

চলতি সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে রুশ প্রেসিডেন্ট পুতিনের ফোনালাপের পরিকল্পনা রয়েছে। এই ফোনালাপের মধ্য দিয়ে যুদ্ধবিরতি কার্যকরে ইতিবাচক বার্তা আসবে বলে প্রত্যাশা করছেন মধ্যপ্রাচ্যে ট্রাম্প প্রশাসনের বিশেষ দূত স্টিভ উইটকফ।

অনুষ্ঠানে উইটকফ জানান, রুশ প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে শান্তি আলোচনায় রাশিয়ার ইতিবাচক মনোভাব দেখেছেন তারা।




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close