পিরোজপুরের মাদ্রাসাছাত্রী ধর্ষণ মামলায় বাবা-ছেলে গ্রেফতার
প্রকাশ: সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ১১:১৭ এএম (ভিজিট : ১৯২)

ছবি: সংগৃহীত
পিরোজপুরের ইন্দুরকানীতে এক মাদ্রাসা ছাত্রীকে তুলে নিয়ে আটকে রেখে ধর্ষণ মামলায় ছেলে ও তার বাবাকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১৬ মার্চ) বিকেলে সপ্তম শ্রেণী পড়ুয়া ওই মাদ্রাসা ছাত্রীর মা বাদী হয়ে ইন্দুরকানী থানায় ছেলে ও বাবাকে আসামি করে ধর্ষণ মামলা দায়ের করলে উপজেলার ঘোষেরহাট বাজার থেকে বিকালেই দুই আসামিকে গ্রেফতার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন, ইন্দুরকানী র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন।
গ্রেফতারকৃত আসামি রিদয় গাজী (২৫) ও তার বাবা দুলাল গাজী (৫০) উপজেলার ঘোষের হাট এলাকার বাসিন্দা। প্রধান আসামি রিদয় গাজী পেশায় একজন রাজ মিস্ত্রি।
মামলার এজাহার সূত্রে জানা যায়,উপজেলার ঘোষের হাট, দক্ষিণ ভবানীপুর গ্রামের দুলাল গাজীর ছেলে রিদয় গাজী একই এলাকার সপ্তম শ্রেণী পড়ুয়া ওই ছাত্রীকে মাদ্রাসায় যাওয়া-আসার পথে প্রায়ই উত্ত্যক্ত করতো। এর একপর্যায়ে গত ২২ জানুয়ারি রিদয় গাজী ওই ছাত্রীকে মাদ্রাসার সামনে থেকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে নিয়ে গোপালগঞ্জ জেলায় তার খালাবাড়িতে নিয়ে রাখে। পরবর্তীতে রিদয় গাজী ওই মেয়েকে তার নিজ বাড়িতে এনে তার বাবা দুলাল গাজীর সহায়তায় বিয়ের নাটক সাজিয়ে আটকে রেখে ধর্ষণ করে।
মামলার বাদী হাজেরা বেগম জানান, জোর করে তুলে নিয়ে কয়েকদিন দূরে আটকে রাখে এরপরে বাড়িতে এনে বিয়ের নাটক সাজিয়ে আমার মেয়েকে জোড় পূর্বক ধর্ষণ করে।আমরা মেয়েকে আনতে গেলেও তারা দেয়নি এবং তাদের বাঁধায় আমরা মামলা পর্যন্ত করতে পারিনি।
এ বিষয়ে ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন জানান, ভুক্তভোগীর মা বাদী হয়ে আজ নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। ওই মামলার আসামী ছেলে ও বাবাকে গ্রেফতার করা হয়েছে। সোমবার মাদরাসা ছাত্রীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য জেলা হাসপাতালে পাঠানো হবে।