ই-পেপার সোমবার ১৭ মার্চ ২০২৫
সোমবার ১৭ মার্চ ২০২৫
ই-পেপার

সোমবার ১৭ মার্চ ২০২৫

ইউক্রেনে যুদ্ধবিরতি
চলতি সপ্তাহেই ট্রাম্প-পুতিনের আলোচনা
প্রকাশ: সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ১০:৪৮ এএম  (ভিজিট : ১৬৮)
বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প (বামে) এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: সংগৃহীত

বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প (বামে) এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: সংগৃহীত

ইউক্রেনে যুদ্ধবিরতি নিয়ে চলতি সপ্তাহের কয়েক দিনের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আলোচনা করবেন, যা সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে মন্তব্য করেছেন ট্রাম্প প্রশাসনের বিশেষ দূত স্টিভ উইটকফ। 

মার্কিন দূত স্টিভ উইটকফ স্থানীয় সময় রোববার (১৬ মার্চ) ওই সাক্ষাৎকারে সিএনএনকে বলেন, ‘এই সপ্তাহেই দুই প্রেসিডেন্টের মধ্যে একটি ফোনালাপ হবে বলে আশা করি, আমরা ইউক্রেনীয়দের সঙ্গে যোগাযোগ এবং আলোচনা চালিয়ে যাচ্ছি’। 

যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের কর্মকর্তাদের মধ্যে কী আলোচনা হয়েছে, তার নানা দিক তুলে ধরতে গত বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন স্টিভ উইটকফ। 

পুতিনের সঙ্গে বৈঠককে ‘ইতিবাচক’ বলে মন্তব্য করেছেন উইটকফ। সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তিতে রাশিয়ার নিয়ন্ত্রণে নেওয়া ইউক্রেনের ভূখণ্ডের বিষয়ে কী করা হবে, সিএনএনের এমন একটি প্রশ্নের জবাব দেননি স্টিভ উইটকফ। 

গত সপ্তাহে সৌদি আরবে এক বৈঠকে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের কর্মকর্তারা ৩০ দিনের একটি যুদ্ধবিরতি প্রস্তাব উত্থাপন করেন। পুতিন যুদ্ধবিরতি প্রস্তাবকে সমর্থন করেছেন। তবে বেশ কিছু কঠিন শর্ত জুড়ে দিয়েছেন। শান্তি অর্জনে এসব শর্ত পূরণ করা আবশ্যক বলে মনে করেন তিনি।

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ বন্ধ করা ট্রাম্পের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি। গত জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের এক মাসের কম সময়ের মধ্যে পুতিনের সঙ্গে ফোনালাপ করেন ট্রাম্প। ফোনালাপে তারা দ্রুত যুদ্ধবিরতির আলোচনা শুরু করতে সম্মত হয়েছিলেন।




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close