ই-পেপার মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫
মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫
ই-পেপার

মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫

শিবির নেতা হত্যা মামলায় দুই আওয়ামী লীগ নেতা রিমান্ডে
প্রকাশ: সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ১০:৪০ এএম  (ভিজিট : ১১২)
ছবি: সময়ের আলো

ছবি: সময়ের আলো

চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবির নেতা আসাদুল্লাহ তুহিন হত্যা মামলার আওয়ামী লীগের দুই নেতার দুদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

রোববার (১৭ মার্চ) দুপুরে তাদের রিমান্ড মঞ্জুর করেন চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আশরাফুল ইসলাম।

আসামিরা হলেন- সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ এজাবুল হক বুলি ও পৌরসভার সাবেক কাউন্সিলর ইব্রাহিম আলী।

মামলার তদন্ত কর্মকর্তা সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) এসএম নূরুল কাদির সৈকত বলেন, এজাবুল ও ইব্রাহিমকে সাতদিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়েছিল। রোববার শুনানির দিন ছিল। সকালে জেলা কারাগার থেকে তাদের আদালতে হাজির করা হয়। দীর্ঘ শুনানি শেষে তাদের দুদিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

পুলিশ জানায়, উচ্চ আদালত থেকে আগাম জামিনে ছিলেন এজাবুল। জামিনের মেয়াদ শেষে ১১ মার্চ তিনি জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন চান। কিন্তু তাকে কারাগারে পাঠায় আদালত। এছাড়া আগে থেকেই কারাগারে ছিলেন ইব্রাহিম। তিনি শিবির নেতা হত্যা মামলার ৬ নম্বর আসামি।

উল্লেখ্য, ২০১৫ সালের ২৬ জানুয়ারি ছাত্রশিবির নেতা আসাদুল্লাহ তুহিনকে বাসা থেকে চোখ বেঁধে নিয়ে যায় র‍্যাব। এরপর সড়ক দুর্ঘটনার তার মৃত্যু হয়েছে বলে দাবি করা হয়। ঘটনার ৯ বছর পর গত বছরের ২৫ ডিসেম্বর হত্যা মামলা করেন নিহতের মামা মো. কবিরুল ইসলাম। মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, র‍্যাবের সাবেক ডিজি, সাবেক সংসদ সদস্য, র‍্যাব-পুলিশের কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতাসহ ২৮ জনকে আসামি করা হয়।




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close