প্রকাশ: সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ১০:১৯ এএম (ভিজিট : ১১০)

ইয়েমেনের সানায় যুক্তরাষ্টের হামলায় একটি ভবনে আগুন ধরে যায়। ছবি: সংগৃহীত
শনিবার থেকে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে চালানো যুক্তরাষ্ট্রের হামলার নিহতের সংখ্যা বেড়ে ৫৩ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে বেসামরিক নাগরিক, নারী ও শিশু রয়েছেন।
হুথিদের নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্যের বরাতে বিবিসি সোমবার (১৭ মার্চ) এ তথ্য জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের হামলার পর লোহিত সাগরে ইসরায়েলের পাশাপাশি মার্কিন জাহাজেও হামলার ঘোষণা দিয়েছে হুথিরা। অন্যদিকে, ইয়েমেনে হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রও।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, হুথিরা জাহাজে হামলা বন্ধ না করা পর্যন্ত হামলা চালিয়ে যাবে যুক্তরাষ্ট্র।
ওয়াশিংটনের দাবি, রোববারের হামলায় নিহতদের মধ্যে কয়েকজন গুরুত্বপূর্ণ হুথি নেতা রয়েছেন, কিন্তু গোষ্ঠীটি এই তথ্য নিশ্চিত করেনি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লোহিত সাগরে চলাচলরত জাহাজে হুথিদের হামলার হুমকিকে নতুন করে ইয়েমেন হামলার কারণ হিসেবে উল্লেখ করেছেন।