ই-পেপার রবিবার ১৬ মার্চ ২০২৫
রবিবার ১৬ মার্চ ২০২৫
ই-পেপার

রবিবার ১৬ মার্চ ২০২৫

জনতা হাতেনাতে ধরল পিকআপ বোঝাই ভিজিএফের চাল
প্রকাশ: রবিবার, ১৬ মার্চ, ২০২৫, ৮:১০ পিএম আপডেট: ১৬.০৩.২০২৫ ৮:১৪ পিএম  (ভিজিট : ৯০)
পিকআপ বোঝাই ভিজিএফের চাল। ছবি : সময়ের আলো

পিকআপ বোঝাই ভিজিএফের চাল। ছবি : সময়ের আলো

গাইবান্ধার সুন্দরগঞ্জে আসন্ন ঈদে বিতরণের জন্য রাখা পিকআপ বোঝাই ভিজিএফের চাল আটক করেছে জনতা।

রোববার (১৬ মার্চ) দুপুরে উপজেলার শান্তিরাম ইউনিয়নের মজুমদারহাট এলাকায় চালবোঝাই পিকআপটি আটক করে জনতা।

খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে চালগুলো উদ্ধার করে থানা হেফাজতে নেন। এ সময় সেনাবাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।

পিকআপচালক হারুন মিয়া ও স্থানীয়দের দাবি, ধুবনী কঞ্চিবাড়ি উচ্চ বিদ্যালয়ের পাশে ব্যবসায়ী ছক্কু মিয়া ও মোস্তা মিয়ার গোডাউন থেকে চালগুলো গাইবান্ধা সদর উপজেলার লেংগাবাজারের চাল ও ধান ব্যবসায়ী মোস্তাফিজার রহমানের গোডাউনে নেওয়া হচ্ছিল। তাদের ভাষ্য, মোস্তাফিজার রহমান নিয়ম অনুযায়ী ওই দুই ব্যবসায়ীর কাছ থেকে চাল কিনেছেন।

স্থানীয়দের অভিযোগ, এসব চাল আসলে কঞ্চিবাড়ি ইউনিয়নের ভিজিএফের চাল, যা শনিবার বিতরণ করা হয়েছিল।

কঞ্চিবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনোয়ার আলম সরকার বলেন, ‘শনিবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদুর রহমান ও ট্যাগ অফিসারের উপস্থিতিতে ৫ হাজার ৮১৬ জন অসহায় পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। বিতরণকৃত চালের ১ হাজার ১৬৩টি খালি বস্তা এখনো ইউনিয়ন পরিষদের গোডাউনে জমা রয়েছে।’

তিনি আরও বলেন, ‘শুনেছি, এক ব্যবসায়ীর গোডাউন থেকে চাল অন্যত্র নেওয়ার সময় স্থানীয়রা আটক করেছে। সংশ্লিষ্ট ব্যবসায়ীরা নিয়মিত খোলা বাজার থেকে ধান-চাল কেনা-বেচা করেন।’

ট্যাগ অফিসার ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রফিকুজ্জামান খান বলেন, ‘কঞ্চিবাড়ি ইউনিয়ন পরিষদে ভিজিএফের চাল সুষ্ঠুভাবে বিতরণ করা হয়েছে। বিতরণকৃত চালের খালি বস্তাগুলো এখনো ইউনিয়ন পরিষদের গোডাউনে সংরক্ষিত রয়েছে।’

এ বিষয়ে জানতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মশিয়ার রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাকিম আজাদ বলেন, ‘সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে আটক-করা চাল থানার হেফাজতে রাখা হয়েছে। যথাযথ যাচাই-বাছাই ও তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদুর রহমান বলেন, ‘উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে আটক-করা চাল থানায় হেফাজতে রাখা হয়েছে। সুষ্ঠু যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজ কুমার বিশ্বাস বলেন, ‘আমি আজ গাইবান্ধায় মিটিংয়ে ছিলাম। বিষয়টি জানতে পেরে সহকারী কমিশনার (ভূমি)-কে ঘটনাস্থলে পাঠাই। তিনি চালবোঝাই পিকআপটি আটক করে থানায় হস্তান্তর করেছেন। বিস্তারিত তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close