ই-পেপার রবিবার ১৬ মার্চ ২০২৫
রবিবার ১৬ মার্চ ২০২৫
ই-পেপার

রবিবার ১৬ মার্চ ২০২৫

শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্তকে ধরিয়ে দিলেন এলাকাবাসী
প্রকাশ: রবিবার, ১৬ মার্চ, ২০২৫, ৭:৪৩ পিএম আপডেট: ১৬.০৩.২০২৫ ৮:৪৬ পিএম  (ভিজিট : ৯৩)
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রাজশাহীতে ৯ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। এলাকাবাসী তাকে পুলিশের হাতে তুলে দিয়েছে। তার বিরুদ্ধে মামলা করেছেন শিশুটির মা।  

গ্রেফতার ব্যক্তির নাম এনামুল হক (৪০)। রাজশাহীর কাটাখালী পৌর কাপাশিয়া তালুকদারপাড়া এলাকায় তার বাড়ি।

এনামুল নগরীর বোয়ালিয়া থানার রামচন্দ্রপুর বৌ বাজার হাদির মোড় এলাকায় ভাড়া থাকেন। ভুক্তভোগী শিশুর পরিবারও একই এলাকার ভাড়াটিয়া। তাদের গ্রামের বাড়ি দিনাজপুর।

রোববার (১৬ মার্চ) অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক হাসান জানান, শনিবার বিকেলে বাড়িতে একাই ছিল ওই শিশু। এ সময় এনামুল হক তাকে ধর্ষণের চেষ্টা করেন। তখন শিশুর চিৎকারে লোকজন এসে তাকে ধরে ফেলেন। খবর পেয়ে পুলিশ তাকে থানায় নিয়ে আসে।

ওসি জানান, রাতেই শিশুর মা বাদী হয়ে থানায় ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করেন। এ মামলায় গ্রেফতার দেখিয়ে রোববার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close