ই-পেপার রবিবার ১৬ মার্চ ২০২৫
রবিবার ১৬ মার্চ ২০২৫
ই-পেপার

রবিবার ১৬ মার্চ ২০২৫

হাটহাজারীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রকাশ: রবিবার, ১৬ মার্চ, ২০২৫, ৪:৫৩ পিএম আপডেট: ১৬.০৩.২০২৫ ৪:৫৯ পিএম  (ভিজিট : ১০৭)
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

হাটহাজারী পৌরসভায় পুকুরের পানিতে ডুবে পূজা বড়ুয়া (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার (১৬ মার্চ) বেলা ১২ টার দিকে পৌরসভার ৭নং ওয়ার্ডের চন্দ্রপুরস্থ বড়ুয়া পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত পূজা বড়ুয়া চন্দ্রপুর বেনুবন বিহারের দায়ক বাবু চন্দন বড়ুয়া দ্বিতীয় কন্যা।

সূত্রে জানা যায়, উল্লেখিত এলাকার বেনুবন বিহারের দায়ক চন্দন বড়ুয়ার কন্যা পূজা বড়ুয়া খেলতে গিয়ে পরিবারের লোকজনের অজান্তে বাড়ীর পার্শ্ববর্তী পুকুরে পড়ে পানিতে ডুবে যায়। এক পর্যায়ে ওই শিশুকে পরিবারের লোকজন আশেপাশে না দেখে চারিদিকে খোঁজ করতে থাকে। দীর্ঘক্ষণ পর পাশের ওই পুকুরে পূজা বড়ুয়াকে পানিতে ভাসতে দেখে স্থানীয়রা তাকে পুকুর থেকে উদ্ধার করে দ্রুত হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রতিবেশী জয়সেন বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এদিকে শিশু পূজা বড়ুয়ার মৃত্যুতে ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close