প্রকাশ: রবিবার, ১৬ মার্চ, ২০২৫, ২:৪৮ পিএম (ভিজিট : ৩৮৮)

দিনাজপুরে বিএনপির ইফতার মাহফিলে হামলার প্রতিবাদে মানববন্ধন। ছবি : সময়ের আলো
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা বিএনপি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে আহত বিএনপি নেতাকর্মী ও এলাকাবাসী।
রোববার (১৬ মার্চ) বেলা ১১টায় ঘণ্টাব্যাপী খানসামা উপজেলার পাকেরহাট বাজারে আয়োজিত মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গেল ১৪ মার্চ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী চিরিরবন্দর উপজেলার ৩টি ইউনিয়ন বিএনপি কারেঙ্গাতলীতে ইফতার ও দোয়া মাহফিলে আয়োজন করে।
ইফতার মাহফিলে চিহ্নিত চাঁদাবাজ, সন্ত্রাসীরা হামলা চালিয়ে বিএনপি নেতা কর্মীসহ সাধারন মানুষকে আহত করে। মানববন্ধনে হামলাকারী চিহ্নিত চাঁদাবাজ, সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।
মানববন্ধনে বক্তব্য রাখেন খানসামা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মিজানুর রহমান চৌধুরী, মো. জাহিদ হোসেন,আবু বকর চৌধুরী, সিরাজ উদ্দিন।