ই-পেপার রবিবার ১৬ মার্চ ২০২৫
রবিবার ১৬ মার্চ ২০২৫
ই-পেপার

রবিবার ১৬ মার্চ ২০২৫

মধ্যরাতে ফ্লাইওভারে মিলল তরুণীর লাশ
প্রকাশ: রবিবার, ১৬ মার্চ, ২০২৫, ১:০৭ পিএম  (ভিজিট : ১১৬)
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রাজধানীর রাজারবাগ ফ্লাইওভারের ওপড়ে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক তরুণী মারা গেছেন। তার বয়স আনুমানিক ২২ বছর।

শনিবার (১৫ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ রাত আড়াইটার দিকে মরদেহটি উদ্ধার করে শাহজাহানপুর থানা পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

শাহজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. রিয়াজুল ইসলাম বলেন, শনিবার দিবাগত রাত দেড়টার দিকে খবর আসে, রাজারবাগ গ্রীননলাইন বাস কাউন্টার সংলগ্ন মালিবাগ-মৌচাক ফ্লাইওভারের ওপরে একটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। পরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ওই তরুণীর মরদেহ পড়ে আছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই তরুণী মানসিক ভারসাম্যহীন। পায়ে হেঁটে ফ্লাইওভারের উপরে উঠে রাস্তা পার সময় কোনো এক যানবাহনের নিচে চাপা পড়ে চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। তার পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close