ই-পেপার রবিবার ১৬ মার্চ ২০২৫
রবিবার ১৬ মার্চ ২০২৫
ই-পেপার

রবিবার ১৬ মার্চ ২০২৫

ইয়েমেনে যুক্তরাষ্ট্রের ভয়াবহ হামলায় নিহত ২৩
প্রকাশ: রবিবার, ১৬ মার্চ, ২০২৫, ৯:৫৩ এএম  (ভিজিট : ১১০)
ইয়েমেন রাজধানী সানার একটি ভবনে যুক্তরাষ্ট্রের হামলায় আগুন ধরে যায়। ছবি: সংগৃহীত

ইয়েমেন রাজধানী সানার একটি ভবনে যুক্তরাষ্ট্রের হামলায় আগুন ধরে যায়। ছবি: সংগৃহীত

ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের লক্ষ্য করে ইয়েমেনে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে যুদ্ধবিধ্বস্ত দেশটিতে নারী-শিশুসহ কমপক্ষে ২৩ জন নিহত ও বহু আহত হবার খবর পাওয়া গেছে।

রোববার (১৬ মার্চ) হুথি নিয়ন্ত্রিত আল মাসিরাহ টিভির বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

গাজা ত্রাণ সহায়তা আটকে দেয়ার কারণে সম্প্রতি হুথিরা লোহিত সাগরে ইসরায়েলের জাহাজগুলোতে পুনরায় আক্রমণ শুরু করার হুমকি দেয়।এর জবাবেই মূলত যুক্তরাষ্ট্র এই হামলা চালাল।

মার্কিন হামলার পর ইয়েমেনে প্রাণহানির সংখ্যা প্রাথমিকভাবে ১৯ বলে জানানো হয়ে। কিন্তু, হুথিদের সহযোগী আল মাসিরাহ টিভি জানিয়েছে, ইয়েমেনের সানায় নিহতের সংখ্যা ৬ থেকে বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে।

চ্যানেলটি আরও জানিয়েছে, নিহতদের মধ্যে চার শিশু এবং একজন নারী রয়েছেন। হামলায় কমপক্ষে ১৩ জন আহত হয়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে দিয়ে বলেছেন, লোহিত সাগরের জাহাজগুলোতে হামলার ঘটনা ঘটলে ইয়েমেনের ওপর “নরক নেমে আসবে”।

এদিকে ইয়েমেনের আল মাসিরাহ টিভি দেশটির রাজধানী সানা এবং সাদা শহরে নতুন করে ইসরায়েলি হামলার খবর দিয়েছে।

হুথিদের সহযোগী এই চ্যানেলটি জানিয়েছে, সাদায় হামলায় সেখানে একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ কেন্দ্রকে লক্ষ্যবস্তু করা হয়েছে, যার ফলে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে।




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close